Rohit Sharma-MS Dhoni: বীরুর প্রাক্তন সতীর্থ তথা দেশের অন্যতম সেরা স্পিনার হরভজন সিংও নিজের দাবির স্বপক্ষে যুক্তি প্রস্তুত রেখেছেন। তাঁর কাছে আইপিএলে সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই।
Image Credit source: twitter
মুম্বই: বিরাটিয়ান্স, রোহিতিয়ান্সদের নাম অনেকের কাছেই শোনা। বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্তরা অনেক ক্ষেত্রেই তর্কে জড়ান। কেউ বা অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে সেরা মানেন, অনেকে আবার রোহিত শর্মাকে। দুই তারকার ভক্তদের মধ্য়ে সোশ্যাল মিডিয়ার লড়াই নতুন নয়। আইপিএলে কে সেরা অধিনায়ক! মহেন্দ্র সিং ধোনি নাকি রোহিত শর্মা? এই নিয়েও তুলকালাম। তবে কোনও সাধারণ ক্রিকেট ভক্ত নন, দেশের দুই সেরা প্রাক্তন ক্রিকেটার বিভক্ত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বার চ্য়াম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্য় দিকে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চার বার চ্য়াম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। কে কাকে সেরা বাছলেন! বিস্তারিত TV9Bangla-য়।
আইপিএলে ট্রফির বিচারে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। পাঁচ বারই রোহিত শর্মার নেতৃত্বে ট্রফি জিতেছে তারা। ট্রফির সংখ্যাতেই আইপিএলের সেরা অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে বাছলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। স্টার স্পোর্টসে একটি শো-তে সেওয়াগ বলেন, ‘সংখ্যাই অনেক কিছু বলে দিচ্ছে। দেশের হয়েও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মহেন্দ্র সিং ধোনির। চেন্নাই সুপার কিংসেও দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিচ্ছেন। ধোনি দেশের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সঙ্গী করেই চেন্নাইয়ের নেতৃত্বে এসেছিল। অন্য় দিকে, রোহিত শর্মার নেতৃত্বের অভিষেক হয় মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরেই। আর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ওর সাফল্য়ের রাস্তাটা অনবদ্য়। সে কারণেই ওর বেশি কৃতিত্ব প্রাপ্য়। অনেকটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো। যিনি ভারতকে প্রথম বার নেতৃত্ব দিয়ে নতুন কিছু চেষ্টা করে সাফল্য়ও পান। সৌরভের নেতৃত্বেই ওয়ান ডে ক্রিকেটে এক নম্বর টিম হয়েছিল ভারত। সে কারণেই আইপিএলে সেরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ রোহিত শর্মা।’
বীরুর প্রাক্তন সতীর্থ তথা দেশের অন্য়তম সেরা স্পিনার হরভজন সিংও নিজের দাবির স্বপক্ষে যুক্তি প্রস্তুত রেখেছেন। তাঁর কাছে আইপিএলে সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই। ভাজ্জির কথায়, ‘আমার ভোট ধোনির দিকেই। প্রথম বছর থেকেই একটি দলের হয়ে খেলেছেন ধোনি। এই ফ্র্যাঞ্চাইজির সাফল্য়ের পিছনে ধোনির বিরাট অবদান রয়েছে। অনেকেই আইপিএলে সাফল্য় পেয়েছেন, তবে আমি সার্বিক ভাবে ধোনিকেই বেছে নেব। খেতাবের বিষয়ে বলতে পারি, রোহিত পাঁচ বার ট্রফি জিতেছে, ধোনি চার বার। দু-দলেই খেলেছি আমি। মুম্বইয়ের হয়ে ১০ বছর খেলেছি। এই দলের প্রতি অবশ্য়ই দুর্বলতা রয়েছে। তবে সিএসকেতে দু-বছর অনেক কিছু শিখেছি।’