Bengal vs Saurashtra, Ranji Trophy Final: লোয়ার অর্ডারের এই অবদান সৌরাষ্ট্রকে অনেক অনেক অ্যাডভান্টেজ দিল। লাঞ্চ ব্রেকের আগে ওপেনিং জুটি অক্ষুন্ন থাকে কী না, সে দিকেই নজর বাংলার।
কলকাতা : বাংলা কোচ, অধিনায়কের মুখে ঘুরে দাঁড়ানোর কথা। মাঠে সেই পারফরম্যান্স উধাও। প্রথম ওভারেই উইকেট নেওয়ায় মনে হয়েছিল মানসিকতা বদলেছে। বাড়তি তাগিদ দেখা যেতে পারে। সবটাই সাময়িক। উইকেট নিলেও রান আটকাতে ব্যর্থ বাংলা। সৌরাষ্ট্র উইকেট হারালেও তাদের অ্যাপ্রোচ বদলায়নি। যেই নেমেছে রান করার চেষ্টা করেছে। অল্প অল্প করে স্কোরবোর্ডে লিডও জমেছে। দিনের প্রথম ওভারেই মুকেশ কুমার ফেরান সেট ব্যাটসম্য়ান অর্পিত বাসভড়াকে। তাতেও বিশেষ কিছু লাভ হল না। বিস্তারিত TV9Bangla-য়।
মুখে বললেই যদি হয়ে যেত, বাংলার ৩৩ বছরের অপেক্ষা বাড়ত না। বারবার ঘুরে দাঁড়ানোর কথা বললেও সেই তাগিদ নজরে পড়ল না। একের পর এক লুজ বল। উইকেট এল, সঙ্গে প্রচুর রানও। স্লিপে হাতের ক্য়াচ ফেললেন ভারত এ দলে খেলা অভিমন্যু ঈশ্বরণ। মিস ফিল্ডিংয়ের বেশ কিছু দৃশ্য। তৃতীয় দিন ২৩ ওভারে ৮৭ রানে শেষ ৫ উইকেট হারাল সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে ২৩০ রানের লিড। আপাতত ইনিংস হার বাঁচাতে হবে বাংলাকে। এরপর জয়ের চিন্তা। সৌরাষ্ট্র ব্য়াটিং গভীরতা অজানা নয়। বাংলার নিয়ন্ত্রণহীন বোলিংয়ের পাশাপাশি একের পর এক ক্য়াচ মিস। সমস্য়া বেড়েই চলল।
সৌরাষ্ট্রর সেট ব্য়াটার অর্পিত বাসভড়া তৃতীয় দিন কোনও রান করতে পারেননি। ৮১ রানেই ফেরেন। চিরাগ জানি ফিরলেন ৬০ রানে। প্রেরক মানকড ৩৩, পার্থ ভূত ১৭ বলে ১৪ রানে অপরাজিত। বাঁ হাতি স্পিনার ধর্মেন্দ্র সিং জাডেজা ৩৮ বলে ২৯ রান করেন। লোয়ার অর্ডারের এই অবদান সৌরাষ্ট্রকে অনেক অনেক অ্যাডভান্টেজ দিল। লাঞ্চ ব্রেকের আগে ওপেনিং জুটি অক্ষুন্ন থাকে কী না, সে দিকেই নজর বাংলার।