ভালো স্বামী, বাবা হিসেবেও দারুণ, কিন্তু…রোনাল্ডোকে নিয়ে


Georgina Rodriguez: এরই মাঝে রোনাল্ডোকে নিয়ে গোপন তথ্য় ফাঁস বান্ধবী জর্জিনা রড্রিগেজের। দীর্ঘ সময় থেকেই সম্পর্কে রোনাল্ডো-জর্জিনা। তাঁদের সন্তানও রয়েছে। স্বামী এবং বাবা হিসেবে রোনাল্ডো কেমন, এ নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বান্ধবী জর্জিনা। কিন্তু রোনাল্ডোর একটি বিষয় তাঁর পছন্দ নয়।

Image Credit source: Instagram

রিয়াধ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবশেষে ছন্দে ফিরেছেন। সৌদি লিগে একের পর এক ভালো পারফরম্য়ান্স দেখা যাচ্ছে বিশ্বের অন্য়তম সেরা ফুটবলারের থেকে। গত একটা বছর অবশ্য় সমালোচনা, বিতর্ক এবং অস্বস্তিতেই কেটেছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে একের পর এক বিতর্ক। কাতার বিশ্বকাপের আগে নতুন করে বিতর্কে জড়ান রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ এবং টিম ম্য়ানেজমেন্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তোলেন। কাতার বিশ্বকাপে জাতীয় দলের কোচের সঙ্গে ঝামেলায় জড়ান রোনাল্ডো। নানা অস্বস্তি কাটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই রোনাল্ডোর। কিন্তু সেখানে গিয়েও অস্বস্তি। এ বার তাঁকে অস্বস্তিতে ফেললেন বান্ধবী জর্জিনা রড্রিগেজ। বিস্তারিত TV9Bangla-য়।

মহা ধুমধামের সঙ্গে আল নাসেরে রোনাল্ডোকে বরণ করা হয়েছিল। ম্যাচ খেলা শুরু করতেই অবশ্য় তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। সৌদি সুপার কাপে সেমিফাইনালে বিদায় নেয় আল নাসের। এরপরই আল নাসেরের ডিরেক্টর ক্ষোভে মন্তব্য় করেন, রোনাল্ডোকে মুখ দেখাতে আনা হয়নি। সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন রোনাল্ডো। আল নাসের জার্সিতে এক ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। মাঠের খেলায় তাঁর গুণমুগ্ধরা প্রশংসায় পঞ্চমুখ। এরই মাঝে রোনাল্ডোকে নিয়ে গোপন তথ্য় ফাঁস বান্ধবী জর্জিনা রড্রিগেজের। দীর্ঘ সময় থেকেই সম্পর্কে রোনাল্ডো-জর্জিনা। তাঁদের সন্তানও রয়েছে। স্বামী এবং বাবা হিসেবে রোনাল্ডো কেমন, এ নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বান্ধবী জর্জিনা। কিন্তু রোনাল্ডোর একটি বিষয় তাঁর পছন্দ নয়।

ট্রেনিং থেকে ফিরতেই টেবলে রোনাল্ডোর জন্য় সুস্বাদু খাবার অপেক্ষা করে। রাধুঁনি থাকলেও অনেক দিন জর্জিনাও রান্না করেন! একটি সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী খানিকটা অভিমানের ভঙ্গিতেই বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো বাবা হিসেবে দুর্দান্ত। আর স্বামী হিসেবে ওর চেয়ে ভালো কেউ হতে পারে না। আমি হয়তো স্বপ্নেও ওর মতো স্বামী পাওয়ার কথা ভাবতে পারিনি। কিন্তু ও একেবারেই রান্না করে না। এটা ওর অপছন্দের বিষয়। অনুশীলন শেষে ও চায় টেবলে গরমাগরম খাবার অপেক্ষা করবে। রাধুঁনিও রয়েছে। তবে অনেক সময় আমিও রান্না করি।’

Leave a Reply