Image Credit source: গ্রাফিক্স: অভীক দেবনাথ
নয়াদিল্লি: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে, এই সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। নাগপুরে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানের ব্য়বধানে হারিয়েছিল রোহিত শর্মার ভারত। প্রথম টেস্টে দাপট ছিল স্পিনারদের। দিল্লি টেস্টের প্রথমদিন স্পিনার ও পেসারদের মিলিত দাপট দেখা গেল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬৩ রানে। চারটি উইকেট নিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি। ৩টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসের ৯ ওভার ব্যাট করেছে। কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে তুলেছে ২১ রান। রোহিত ও রাহুল যথাক্রমে ১৩ রান ও ৪ রানে অপরাজিত রয়েছেন। দিল্লি টেস্টের প্রথম দিনের শেষে ২৪২ রানে পিছিয়ে রয়েছে ভারত।
LIVE Cricket Score & Updates