রবি সকালে ক্যাঙারুদের দ্রুত গুটিয়ে দেওয়াই লক্ষ্য অশ্বিনদের


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 19, 2023 | 8:41 AM

India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) দ্বিতীয় টেস্ট (2nd Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Australia Live Score, 2nd Test, Day 3: রবি সকালে ক্যাঙারুদের দ্রুত গুটিয়ে দেওয়াই লক্ষ্য অশ্বিনদের

Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

LIVE Cricket Score & Updates

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। দিল্লি টেস্টের প্রথম দিন স্পিনার ও পেসারদের মিলিত দাপট দেখা গিয়েছিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৬৩ রানে। চারটি উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি। ৩টি করে উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ২৬২ রানে অল আউট হয়ে যান রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেন অক্ষর প্যাটেল (৭৪)। অজিদের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন নাথান লিয়ঁ। দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে শুরু হয়ে যায় অজিদেক দ্বিতীয় ইনিংস। নতুন বল হাতে ১টি উইকেট পান রবীন্দ্র জাডেজা। উসমান খোয়াজার উইকেট হারায় অজিরা। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬১। আপাতত ৬২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া।

Published On – Feb 19,2023 8:30 AM

Leave a Reply