Beautiful Pole Vaulter: জুটেছে ‘সেক্স সিম্বল’ তকমা, ট্র্যাকের চেয়ে বিকিনিতে বেশি চর্চায় পোল ভল্টার


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 19, 2023 | 8:55 AM

Clara Fernandez: পোল ভল্টার শুনলেই প্রথমে যে নামগুলি ভেসে ওঠে তা হল সার্গেই বুবকা, ইলিনা ইসিনবায়েভার নাম। পোল্ট ভল্টের দুনিয়ায় তাঁদেরই উত্তরসূরী হলেন ফ্রান্সের ক্লারা ফার্নান্ডেজ। তবে যতটা না ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জন্য জনপ্রিয়, তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের জন্য বিখ্যাত তিনি।

Feb 19, 2023 | 8:55 AM

স্পেন তথা বিশ্বজুড়ে অনুষ্ঠিত পোল ভল্ট প্রতিযোগিতায় অংশ নেন ক্লারা ফার্নান্ডেজ। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন স্পেনকে। (ছবি:ইনস্টাগ্রাম)

স্পেন তথা বিশ্বজুড়ে অনুষ্ঠিত পোল ভল্ট প্রতিযোগিতায় অংশ নেন ক্লারা ফার্নান্ডেজ। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন স্পেনকে। (ছবি:ইনস্টাগ্রাম)

১৯ বছরের ক্লারা পোল ভল্টের দুনিয়ায় ধীরে ধীরে নিজের পরিচিতি বাড়াতে শুরু করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

১৯ বছরের ক্লারা পোল ভল্টের দুনিয়ায় ধীরে ধীরে নিজের পরিচিতি বাড়াতে শুরু করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

তবে সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই জনপ্রিয় ক্লারা। তরুণ পোল ভল্টারের ইনস্টাগ্রাম পরিবারের সদস্য সংখ্যা ৪২ লাখের উপরে। (ছবি:ইনস্টাগ্রাম)

তবে সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই জনপ্রিয় ক্লারা। তরুণ পোল ভল্টারের ইনস্টাগ্রাম পরিবারের সদস্য সংখ্যা ৪২ লাখের উপরে। (ছবি:ইনস্টাগ্রাম)

সারা বিশ্বজুড়ে ক্লারার ফ্যান রয়েছে। তাঁর ইনস্টাগ্রামের পেজ ঝকঝকে। প্রায়ই অনুরাগীদের জন্য ভ্যাকেশনের ছবি, ভিডিয়ো পোস্ট করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

সারা বিশ্বজুড়ে ক্লারার ফ্যান রয়েছে। তাঁর ইনস্টাগ্রামের পেজ ঝকঝকে। প্রায়ই অনুরাগীদের জন্য ভ্যাকেশনের ছবি, ভিডিয়ো পোস্ট করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

সারা বিশ্বজুড়ে ক্লারার ফ্যান রয়েছে। তাঁর ইনস্টাগ্রামের পেজ ঝকঝকে। প্রায়ই অনুরাগীদের জন্য ভ্যাকেশনের ছবি, ভিডিয়ো পোস্ট করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

সারা বিশ্বজুড়ে ক্লারার ফ্যান রয়েছে। তাঁর ইনস্টাগ্রামের পেজ ঝকঝকে। প্রায়ই অনুরাগীদের জন্য ভ্যাকেশনের ছবি, ভিডিয়ো পোস্ট করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্তের ছবিও দেন। অনুরাগীদের সেগুলিও ভীষণ পছন্দ।(ছবি:ইনস্টাগ্রাম)

প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্তের ছবিও দেন। অনুরাগীদের সেগুলিও ভীষণ পছন্দ।(ছবি:ইনস্টাগ্রাম)

সম্প্রতি কালো বিকিনি পরিহিত অবস্থায় ছবি পোস্ট করেন ক্লারা। ছবিগুলি ইনস্টাগ্রামে ঝড় তুলেছে। (ছবি:ইনস্টাগ্রাম)

সম্প্রতি কালো বিকিনি পরিহিত অবস্থায় ছবি পোস্ট করেন ক্লারা। ছবিগুলি ইনস্টাগ্রামে ঝড় তুলেছে। (ছবি:ইনস্টাগ্রাম)

যদিও গ্ল্যামার জগতের প্রতি আকর্ষণ নেই ক্লারা। বরং অ্যাথলেটিক্স কেরিয়ারের দিকে আরও বেশি করে মনোযোগী হতে চান তিনি। ক্লারা এখন অনূর্ধ্ব ২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্য পান। (ছবি:ইনস্টাগ্রাম)

যদিও গ্ল্যামার জগতের প্রতি আকর্ষণ নেই ক্লারা। বরং অ্যাথলেটিক্স কেরিয়ারের দিকে আরও বেশি করে মনোযোগী হতে চান তিনি। ক্লারা এখন অনূর্ধ্ব ২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্য পান। (ছবি:ইনস্টাগ্রাম)


Most Read Stories

Leave a Reply