IND vs AUS: অজি ‘বধ’-এর পর প্রধানমন্ত্রী সংগ্রহশালায় টিম ইন্ডিয়া


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 19, 2023 | 9:14 PM

India vs Australia, BGT 2023: বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর দু’টো টেস্টে জিতেছে রোহিত শর্মার ভারত। আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে দিল্লি টেস্ট। দ্বিতীয় টেস্টের পর টিম ইন্ডিয়ার সদস্যরা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী সংগ্রহালয় (Pradhanmantri Sangrahalaya)।

Feb 19, 2023 | 9:14 PM

বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত। আজ রবিবার দিল্লিতে ছিল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। (ছবি-পিটিআই)

বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত। আজ রবিবার দিল্লিতে ছিল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। (ছবি-পিটিআই)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য টিম ইন্ডিয়ার কাছে টার্গেট ছিল ১১৫ রানের। ২৭ তম ওভারে সেই টার্গেট পূর্ণ করে ফেলে ভারত। দিল্লি টেস্টে ৬ উইকেটে অজিদের হারিয়েছে ভারত। (ছবি-পিটিআই)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য টিম ইন্ডিয়ার কাছে টার্গেট ছিল ১১৫ রানের। ২৭ তম ওভারে সেই টার্গেট পূর্ণ করে ফেলে ভারত। দিল্লি টেস্টে ৬ উইকেটে অজিদের হারিয়েছে ভারত। (ছবি-পিটিআই)

আড়াই দিনের মাথায় শেষ হয়ে গেল বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের পর ভারতীয় দলের সদস্যরা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী সংগ্রহালয় (Pradhanmantri Sangrahalaya)। (ছবি-বিসিসিআই)

আড়াই দিনের মাথায় শেষ হয়ে গেল বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের পর ভারতীয় দলের সদস্যরা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী সংগ্রহালয় (Pradhanmantri Sangrahalaya)। (ছবি-বিসিসিআই)

২০২২ সালের ১৪ এপ্রিল আম্বেদকর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী সংগ্রহশালার উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি-টুইটার)

২০২২ সালের ১৪ এপ্রিল আম্বেদকর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী সংগ্রহশালার উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি-টুইটার)

বিসিসিআইয়ের টুইটারে কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং হেড কোচ রাহুল দ্রাবিড়রা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী সংগ্রহশালার বিভিন্ন জিনিস। (ছবি-বিসিসিআই)

বিসিসিআইয়ের টুইটারে কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং হেড কোচ রাহুল দ্রাবিড়রা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী সংগ্রহশালার বিভিন্ন জিনিস। (ছবি-বিসিসিআই)

অতীতে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের নাম ছিল নেহরু মিউজিয়াম। ভারতের স্বাধীনতার (Independence) পর থেকে প্রধানমন্ত্রীদের অবদান, তাঁদের সম্পর্কে তথ্য, বিভিন্ন নথিপত্র, ছবি রয়েছে এই সংগ্রহশালায়।  (ছবি-টুইটার)

অতীতে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের নাম ছিল নেহরু মিউজিয়াম। ভারতের স্বাধীনতার (Independence) পর থেকে প্রধানমন্ত্রীদের অবদান, তাঁদের সম্পর্কে তথ্য, বিভিন্ন নথিপত্র, ছবি রয়েছে এই সংগ্রহশালায়। (ছবি-টুইটার)

বিসিসিআই আজ, রবিবার বর্ডার গাভাসকর ট্রফির বাকি দু'টি টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তাতে কোনও পরিবর্তন নেই। (ছবি-বিসিসিআই)

বিসিসিআই আজ, রবিবার বর্ডার গাভাসকর ট্রফির বাকি দু’টি টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তাতে কোনও পরিবর্তন নেই। (ছবি-বিসিসিআই)

অজিদের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট রয়েছে ১ মার্চ। সেই টেস্ট হবে ইন্দোরে। আড়াই দিনে দ্বিতীয় টেস্ট শেষ হয়ে যাওয়ায় দুই দলই ৯ দিন অনুশীলন করার সুযোগ পেয়ে গেল। এ বার দেখার প্যাট কামিন্সরা বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে কামব্যাক করতে পারে কিনা। (ছবি-বিসিসিআই)

অজিদের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট রয়েছে ১ মার্চ। সেই টেস্ট হবে ইন্দোরে। আড়াই দিনে দ্বিতীয় টেস্ট শেষ হয়ে যাওয়ায় দুই দলই ৯ দিন অনুশীলন করার সুযোগ পেয়ে গেল। এ বার দেখার প্যাট কামিন্সরা বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে কামব্যাক করতে পারে কিনা। (ছবি-বিসিসিআই)


Most Read Stories

Leave a Reply