Ravindra Jadeja: চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাকের পর রীতিমতো বিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।
Image Credit source: PTI
নয়াদিল্লি: চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) নাগপুরের পর দিল্লি, পর পর দুটো টেস্টেই প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে (Australia) হারাল রোহিত শর্মার ভারত (India)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অজিদের বিরুদ্ধে এই টেস্ট সিরিজটা জিততেই হবে ভারতকে। সেই পথেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের পেছনে বড় অবদান রয়েছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার। কোটলায় স্বপ্নের বোলিং বাস্তবায়িত করলেন জাড্ডু। দিল্লি টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট নেওয়া রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) হয়েছেন ম্যাচের সেরা। দ্বিতীয় টেস্টে সেরার পুরস্কার পাওয়ার পর কী বললেন তিনি? জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাকের পর রীতিমতো বিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন, ব্যাট হাতে করেছিলেন ২৬ রান। দ্বিতীয় ইনিংসে জাড্ডু একাই ৭ উইকেট সাবাড় করে নেন। এটিই জাডেজার কেরিয়ারের সেরা বোলিং। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার প্রয়োজন হয়নি জাডেজার। দাপুটে পারফরম্যান্সের পর দিল্লি টেস্টের ম্যাচের সেরার পুরস্কার গিয়েছে রবীন্দ্র জাডেজার ঝুলিতে। পর পর দু’টো টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পেলেন জাডেজা। ম্যাচের শেষে পুরস্কার নেওয়ার পর তিনি বলেন, “আমি আমার বোলিং উপভোগ করেছি। এই ধরণের উইকেটে আমি জানি কী করা দরকার। স্টাম্প লক্ষ্য রেখে বল করে গিয়েছি। আমি জানতাম ওরা সুইপ খেলার চেষ্টা করবে। গতকালও ওরা রানের পিছনে ছুটছিল। ওদের উদ্দেশ্য আক্রমণাত্মক ছিল।”
For his magnificent all-round performance including a brilliant 7⃣-wicket haul, @imjadeja receives the Player of the Match award 🏆#TeamIndia win the second #INDvAUS Test by six wickets 👌🏻👌🏻
Scorecard ▶️ https://t.co/hQpFkyZGW8@mastercardindia pic.twitter.com/rFhCZZDZTg
— BCCI (@BCCI) February 19, 2023
নাগপুর টেস্টের পর অজি শিবিরে ভারতীয় স্পিনারদের মোকাবিলা করার জন্য রিভার্স সুইপে বেশি জোর দেওয়া হয়েছিল। অনুশীলনের সময় অজি ক্রিকেটাররা সুইপ, রিভার্স সুইপ বেশি খেলেছিলেন। পরিকল্পনা ছিল ভারতীয় স্পিনারদের সুইপ শট দিয়ে মাত দেবেন। তাই দিল্লি টেস্টে অজিরা বেশিরভাগ সময় স্পিনারদের বিরুদ্ধে রিভার্স সুইপ খেলার চেষ্টা করছিলেন। আর সেটাই যেন বুমেরাং হয়ে গেল প্রতিপক্ষ শিবিরের। বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ছয় ব্যাটার সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। জাডেজাকে এই নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে তিনি বলেন, “আমার বিরুদ্ধে বিশেষ করে এই উইকেটে রিভার্স সুইপ খেলা উচিত নয়।”