অরুণ জেটলি স্টেডিয়াম, যা আগে পরিচিত ছিল ফিরোজ শাহ কোটলা নামে। সেই মাঠে পারফেক্ট ১০-এর অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন অনিল কুম্বলে। সেই কোটলার মাঠ দেখল আরও এক স্পিনারের কীর্তি। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দেশের স্পিন কিংবদন্তিকে মনে করালেন রবীন্দ্র জাডেজা।
Feb 19, 2023 | 3:24 PM