Ravindra Jadeja: কুম্বলের পারফেক্ট ১০-এর মাঠে জাডেজার ‘সাত’ কাহন


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 19, 2023 | 3:24 PM

অরুণ জেটলি স্টেডিয়াম, যা আগে পরিচিত ছিল ফিরোজ শাহ কোটলা নামে। সেই মাঠে পারফেক্ট ১০-এর অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন অনিল কুম্বলে। সেই কোটলার মাঠ দেখল আরও এক স্পিনারের কীর্তি। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দেশের স্পিন কিংবদন্তিকে মনে করালেন রবীন্দ্র জাডেজা।

Feb 19, 2023 | 3:24 PM

একাই ৭। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজার ঝুলিতে এসেছে ৭টি উইকেট। এমন স্বপ্নের বোলিংয়ের স্বপ্ন দেখেন সব বোলাররাই। তাঁর দাপটে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় অজিরা। (ছবি:টুইটার)

একাই ৭। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজার ঝুলিতে এসেছে ৭টি উইকেট। এমন স্বপ্নের বোলিংয়ের স্বপ্ন দেখেন সব বোলাররাই। তাঁর দাপটে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় অজিরা। (ছবি:টুইটার)

সাতটি উইকেটের মধ্যে পাঁচ ব্যাটারকে ক্লিন বোল্ড করেছেন জাড্ডু। এরইসঙ্গে দারুণ এক রেকর্ড লিস্টে নাম উঠে গিয়েছে স্যার জাডেজার। ২০০২ সালের পর ফের একবার এক ইনিংসে পাঁচ ব্যাটারকে ক্লিন বোল্ড করার কীর্তি গড়লেন কোনও বোলার। (ছবি:টুইটার)

সাতটি উইকেটের মধ্যে পাঁচ ব্যাটারকে ক্লিন বোল্ড করেছেন জাড্ডু। এরইসঙ্গে দারুণ এক রেকর্ড লিস্টে নাম উঠে গিয়েছে স্যার জাডেজার। ২০০২ সালের পর ফের একবার এক ইনিংসে পাঁচ ব্যাটারকে ক্লিন বোল্ড করার কীর্তি গড়লেন কোনও বোলার। (ছবি:টুইটার)

জাডেজার আগে এই লিস্টে নাম রয়েছে শোয়েব আখতারের। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাহোর টেস্টে এই কীর্তি গড়েছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। তালিকায় রয়েছেন অনিল কুম্বলেরও নাম। যে কারণে জাড্ডু কীর্তি আরও স্পেশাল।(ছবি:টুইটার)

জাডেজার আগে এই লিস্টে নাম রয়েছে শোয়েব আখতারের। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাহোর টেস্টে এই কীর্তি গড়েছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। তালিকায় রয়েছেন অনিল কুম্বলেরও নাম। যে কারণে জাড্ডু কীর্তি আরও স্পেশাল।(ছবি:টুইটার)

১৯৯২ সালে এক ইনিংসে ৫ অথবা তার বেশি ব্যাটারকে ক্লিন বোল্ড করার কীর্তি গড়েছিলেন কুম্বলে। জোহানেসবার্গে টেস্ট ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কুম্বলের পর এমন অদ্ভুত রেকর্ডের ৫০ বছরের ইতিহাসে জাডেজা হলেন দ্বিতীয় স্পিনার।(ছবি:টুইটার)

১৯৯২ সালে এক ইনিংসে ৫ অথবা তার বেশি ব্যাটারকে ক্লিন বোল্ড করার কীর্তি গড়েছিলেন কুম্বলে। জোহানেসবার্গে টেস্ট ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কুম্বলের পর এমন অদ্ভুত রেকর্ডের ৫০ বছরের ইতিহাসে জাডেজা হলেন দ্বিতীয় স্পিনার।(ছবি:টুইটার)

হাঁটুর চোটের অস্ত্রোপচারের কারণে প্রায় ছয়মাস বাদে জাতীয় দলের প্রত্যাবর্তনটা দারুণ হয়েছে জাডেজার। নাগপুরে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সের জেরে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন। দিল্লি টেস্টেও তাঁর হাতেই গেল প্লেয়ার অব দ্য ম্যাচের ট্রফি। দলের জয়ে অনবদ্য অবদান রেখে প্রত্যাবর্তন সিরিজটা স্মরণীয় করে রাখলেন। (ছবি:টুইটার)

হাঁটুর চোটের অস্ত্রোপচারের কারণে প্রায় ছয়মাস বাদে জাতীয় দলের প্রত্যাবর্তনটা দারুণ হয়েছে জাডেজার। নাগপুরে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সের জেরে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন। দিল্লি টেস্টেও তাঁর হাতেই গেল প্লেয়ার অব দ্য ম্যাচের ট্রফি। দলের জয়ে অনবদ্য অবদান রেখে প্রত্যাবর্তন সিরিজটা স্মরণীয় করে রাখলেন। (ছবি:টুইটার)

দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন জাডেজা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট। বর্ডার-গাভাসকর সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে জাডেজার ঝুলিতে ১০ উইকেট। (ছবি:টুইটার)

দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন জাডেজা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট। বর্ডার-গাভাসকর সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে জাডেজার ঝুলিতে ১০ উইকেট। (ছবি:টুইটার)

তৃতীয় দিনের সকালে প্রথম দুটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তারপর শুরু হয় জাডেজার খেল। ১২.১ ওভারে ৪২ রান খরচ করে ৩.৪৫ ইকোনমি রেখে সাত উইকেট নেন। এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারের সেরা বোলিং জাড্ডুর। এই টেস্টেই কেরিয়ারের ২৫০ টেস্ট উইকেট পূর্ণ করে ফেলেছেন।(ছবি:টুইটার)

তৃতীয় দিনের সকালে প্রথম দুটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তারপর শুরু হয় জাডেজার খেল। ১২.১ ওভারে ৪২ রান খরচ করে ৩.৪৫ ইকোনমি রেখে সাত উইকেট নেন। এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারের সেরা বোলিং জাড্ডুর। এই টেস্টেই কেরিয়ারের ২৫০ টেস্ট উইকেট পূর্ণ করে ফেলেছেন।(ছবি:টুইটার)

দ্বিতীয় ইনিংসে জাডেজার বলে শিকার হলেন উসমান খোয়াজা (৬), মার্নাস লাবুশেন (৪৩), পিটার হ্যান্ডসকম্ব (০), অ্যালেক্স ক্যারি (৭), প্যাট কামিন্স (০), নাথান লিয়ঁ (৮) এবং ম্যাথু কুহেনম্যান (০)।

দ্বিতীয় ইনিংসে জাডেজার বলে শিকার হলেন উসমান খোয়াজা (৬), মার্নাস লাবুশেন (৪৩), পিটার হ্যান্ডসকম্ব (০), অ্যালেক্স ক্যারি (৭), প্যাট কামিন্স (০), নাথান লিয়ঁ (৮) এবং ম্যাথু কুহেনম্যান (০)।



Most Read Stories

Leave a Reply