Virat Kohli: ঘরের মাঠে ২৫ হাজার রানের মাইলস্টোন বিরাটের, ভাঙলেন সচিনের রেকর্ড


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 19, 2023 | 4:29 PM

বিরাট কোহলি ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২০ রান করলেন বিরাট। তাতেই ভেঙে চুরমার মাস্টার ব্লাস্টারের রেকর্ড।

Feb 19, 2023 | 4:29 PM

দিল্লি টেস্টে আন্তর্জাতিক কেরিয়ারের ২৫ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। উল্লেখযোগ্যভাবে ঘরের মাঠে এই ২৫ হাজার রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ঢুকে পড়লেন দিল্লি বয়। (ছবি:পিটিআই)

দিল্লি টেস্টে আন্তর্জাতিক কেরিয়ারের ২৫ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। উল্লেখযোগ্যভাবে ঘরের মাঠে এই ২৫ হাজার রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ঢুকে পড়লেন দিল্লি বয়। (ছবি:পিটিআই)

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১ বলে ২০ রানের ইনিংস খেলেন কোহলি। তাতেই ভেঙে ফেললেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিনকে পিছনে ফেলে বিরাট এখন সবচেয়ে দ্রুত ২৫ হাজারন রান সংগ্রহকারী ব্যাটারে পরিণত হয়েছেন।(ছবি:পিটিআই)

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১ বলে ২০ রানের ইনিংস খেলেন কোহলি। তাতেই ভেঙে ফেললেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিনকে পিছনে ফেলে বিরাট এখন সবচেয়ে দ্রুত ২৫ হাজারন রান সংগ্রহকারী ব্যাটারে পরিণত হয়েছেন।(ছবি:পিটিআই)

২৫ হাজার রান পূর্ণ করতে বিরাটের লেগেছে মাত্র ৫৪৯ ইনিংস। সচিন তেন্ডুলকর এই মাইলস্টোন গড়েছিলেন ৫৭৭ ইনিংসে। এখানেই বিরাটের পিছনে পড়ে গেলেন সচিন। এই তালিকায় বিরাট ও সচিন ছাড়া রয়েছেন রিকি পন্টিং (৫৮৮), জ্যাক কালিস (৫৯৪), কুমার সাঙ্গাকারা (৬০৮) এবং মাহেলা জয়বর্ধনে (৭০১)। (ছবি:পিটিআই)

২৫ হাজার রান পূর্ণ করতে বিরাটের লেগেছে মাত্র ৫৪৯ ইনিংস। সচিন তেন্ডুলকর এই মাইলস্টোন গড়েছিলেন ৫৭৭ ইনিংসে। এখানেই বিরাটের পিছনে পড়ে গেলেন সচিন। এই তালিকায় বিরাট ও সচিন ছাড়া রয়েছেন রিকি পন্টিং (৫৮৮), জ্যাক কালিস (৫৯৪), কুমার সাঙ্গাকারা (৬০৮) এবং মাহেলা জয়বর্ধনে (৭০১)। (ছবি:পিটিআই)

দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল ও রোহিত শর্মা আউট হওয়ার পর ভারতের ইনিংস সামলাচ্ছিলেন কোহলি। তবে চেতেশ্বর পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে উইকেট দিয়ে আসেন। দ্বিতীয় ইনিংসে ৩১ বলে ২০ রান। প্রথম ইনিংসে ৪৪ রান করেন। (ছবি:পিটিআই)

দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল ও রোহিত শর্মা আউট হওয়ার পর ভারতের ইনিংস সামলাচ্ছিলেন কোহলি। তবে চেতেশ্বর পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে উইকেট দিয়ে আসেন। দ্বিতীয় ইনিংসে ৩১ বলে ২০ রান। প্রথম ইনিংসে ৪৪ রান করেন। (ছবি:পিটিআই)

অস্ট্রেলিয়ার সেরা স্পিনার নাথান লিয়ঁর বলে বাউন্ডারি হাঁকিয়ে ২৫ হাজার রান পূর্ণ করলেন। এই তালিকায় বিশ্বের ষষ্ঠ ব্যাটার বিরাট। দিল্লি টেস্টের আগে এর আগে ৫৪৭ ইনিংসে ২৪ হাজার ৯৪৮ রান ছিল তাঁর। দুই ইনিংসে ৪৪ ও ২০ রান করে মাইলস্টোন গড়েন বিরাট।(ছবি:পিটিআই)

অস্ট্রেলিয়ার সেরা স্পিনার নাথান লিয়ঁর বলে বাউন্ডারি হাঁকিয়ে ২৫ হাজার রান পূর্ণ করলেন। এই তালিকায় বিশ্বের ষষ্ঠ ব্যাটার বিরাট। দিল্লি টেস্টের আগে এর আগে ৫৪৭ ইনিংসে ২৪ হাজার ৯৪৮ রান ছিল তাঁর। দুই ইনিংসে ৪৪ ও ২০ রান করে মাইলস্টোন গড়েন বিরাট।(ছবি:পিটিআই)

প্রথম ইনিংসে বিরাটের আউট নিয়ে ব্যপক বিতর্ক হয়েছে। ম্যাথু কুহেনম্যানের বলে বিরাটকে এলবিডব্লিউ দেওয়া হয়। পরে রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন না বিরাট। অনুরাগীরা ধুয়ে দেন আম্পায়ারকে। কোহলি নিজেও ভীষণ বিরক্ত হন।(ছবি:পিটিআই)

প্রথম ইনিংসে বিরাটের আউট নিয়ে ব্যপক বিতর্ক হয়েছে। ম্যাথু কুহেনম্যানের বলে বিরাটকে এলবিডব্লিউ দেওয়া হয়। পরে রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন না বিরাট। অনুরাগীরা ধুয়ে দেন আম্পায়ারকে। কোহলি নিজেও ভীষণ বিরক্ত হন।(ছবি:পিটিআই)

বর্ডার-গাভাসকর ট্রফির দুটো টেস্ট জিতে নিয়েছে ভারত। তবে বিরাট কোহলির ব্যাটে বড় রানের দেখা মেলেনি এখনও। সচিনের রেকর্ড ভাঙার পর ঘরের মাঠে বিরাট ব্যাটে ঝড় দেখতে চাইছেন অনুরাগীরা। (ছবি:টুইটার)

বর্ডার-গাভাসকর ট্রফির দুটো টেস্ট জিতে নিয়েছে ভারত। তবে বিরাট কোহলির ব্যাটে বড় রানের দেখা মেলেনি এখনও। সচিনের রেকর্ড ভাঙার পর ঘরের মাঠে বিরাট ব্যাটে ঝড় দেখতে চাইছেন অনুরাগীরা। (ছবি:টুইটার)

তবে আপাতত বিরাটের ২৫ রান পূর্ণ করার আনন্দে মেতে বিরাট অনুরাগীরা। সিরিজের এখনও দুটি টেস্ট বাকি রয়েছে। ইন্দোরে তৃতীয় টেস্টেই হয়তো কাঙ্খিত শতরান আসবে প্রাক্তন অধিনায়কের ব্যাটে।(ছবি:টুইটার)

তবে আপাতত বিরাটের ২৫ রান পূর্ণ করার আনন্দে মেতে বিরাট অনুরাগীরা। সিরিজের এখনও দুটি টেস্ট বাকি রয়েছে। ইন্দোরে তৃতীয় টেস্টেই হয়তো কাঙ্খিত শতরান আসবে প্রাক্তন অধিনায়কের ব্যাটে।(ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply