ATK Mohun Bagan vs East Bengal: আইএসএলের সর্বাধিক গোলদাতার দৌড়ে রয়েছেন ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা। গত ডার্বিতে দলকে জেতাতে পারেননি। এ বারের বড় ম্যাচে গোল করে দলকে জেতাতে মরিয়া ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
Image Credit source: FACEBOOK
কলকাতা: আইএসএলের প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। ১৯ ম্যাচে ঝুলিতে ১৯ পয়েন্ট। নতুন করে কিছু পাওয়ার নেই। তবে শনিবারের ডার্ব জিতলে অনেক না পাওয়া যন্ত্রণার উত্তর পাবেন লাল-হলুদ সমর্থকরা। আর তারই সন্ধানে গোটা দল। শেষ সাতটা ডার্বিতে খালি হাতে ফিরেছে ইস্টবেঙ্গল। আইএসএলের বড় ম্যাচে রেজাল্ট এখনও ০-৫। এ বার আইএসএলের ডার্বির রেজাল্টে খাতা খুলতে চায় লাল-হলুদ শিবির। বিস্তারিত TV9Bangla-য়।
এ বারের আইএসএলে ৬টা ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। আইএসএল পরিসংখ্যানে লাল-হলুদের কাছে যা রেকর্ড। বেঙ্গালুরু এফসিকে দু’বার হারিয়েছে। মুম্বই সিটি এফসিকেও হারিয়েছে স্টিফেনের দল। এমনকি কেরলকেও বেগ দিয়েছেন ক্লেটনরা। রবিবার মুম্বইয়ের ডেরায় গিয়ে প্রতিপক্ষকে হারিয়ে এসেছে কনস্ট্যান্টাইনের দল। তাই একলাফে আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে গিয়েছে।
আইএসএলের সর্বাধিক গোলদাতার দৌড়ে রয়েছেন ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা। গত ডার্বিতে দলকে জেতাতে পারেননি। এ বারের বড় ম্যাচে গোল করে দলকে জেতাতে মরিয়া ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শেষ ৩ বছর ধরে ইস্টবেঙ্গলে শুধুই ব্যর্থতা। প্রিয় দলের পারফরমেন্সে হতাশ ক্লাবের সমর্থকরাও। অন্তত ডার্বি জিতে আইএসএল পর্ব হাসি মুখে শেষ করতে চায় লাল-হলুদ জনতা।