Sunando Dhar: কোর্টের নির্দেশে সরে দাঁড়াতে হয় এআইএফএফ সেক্রেটারি কুশল দাসকে। জরুরিকালীন ভিত্তিতে দায়িত্ব সামলান সুনন্দ ধর।
Image Credit source: twitter
নয়াদিল্লি: ফেডারেশনের পদ ছাড়লেন সুনন্দ ধর! দীর্ঘ ১৩ বছর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নানা দায়িত্ব সামলেছেন তিনি। সর্বভারতীয় ফুটবল সংস্থায় আই লিগের মুখ্য কার্যনির্বাহি আধিকারিক হিসেবে যোগ দিয়েছিলেন সুনন্দ ধর। গত বছর ভারতীয় ফুটবলে এক অন্ধকার সময় নেমে এসেছিল। নির্বাচন না হওয়ায় ফিফার ক্ষোভে পড়েছিল ভারতীয় ফুটবল। কোর্টের নির্দেশে সরে দাঁড়াতে হয় এআইএফএফ সেক্রেটারি কুশল দাসকে। জরুরিকালীন ভিত্তিতে দায়িত্ব সামলান সুনন্দ ধর। কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটিকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ধরে নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। নির্বাসিত করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। এরপর অবশ্য নির্বাচন হয় এবং নির্বাসনও তুলে নেয় ফিফা। নতুন দায়িত্বে এসেছিলেন সুনন্দ ধর। হঠাৎই জল্পনা এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিস্তারিত TV9Bangla-য়।
বিস্তারিত আসছে…