Babar Azam: চরম বিতর্কে তছনছ পাকিস্তান ক্রিকেট, ক্যাপ্টেন বাবরের মুখ দেখতে চান না কে?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 20, 2023 | 12:54 PM

PSL 2023: পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির অধিনায়ক সে দেশের জাতীয় দলের নেতা বাবর আজম। সেই পিএসএলেই এ বার উঠল চরম বিতর্ক।

Babar Azam: চরম বিতর্কে তছনছ পাকিস্তান ক্রিকেট, ক্যাপ্টেন বাবরের মুখ দেখতে চান না কে?

Babar Azam: চরম বিতর্কে তছনছ পাকিস্তান ক্রিকেট, ক্যাপ্টেন বাবরের মুখ দেখতে চান না কে?

লাহোর: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) ফের ডামাডোল। জাতীয় দলের অধিনায়ক বাবর আজমের (Babar Azam) মুখও দেখতে চান না এক পার ক্রিকেটার। দেশের ক্রিকেটারদের মধ্যেই যদি সম্পর্ক ঠিক না থাকে তা হলে তো ঠোকাঠুকি হবেই। চলতি পাকিস্তান সুপার লিগে (PSL) ঠিক এমনটাই হয়েছে। পাক নেতা বাবর আজমের মুখও দেখতে চান না বলে দিয়েছেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিম। হঠাৎ কেন বাবরকে নিয়ে ‘স্পিকটি নট’ ইমাদ ওয়াসিম? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply