ধোনির পরিবারে নতুন সদস্য, আনন্দে মাতোয়ারা মাহি


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 21, 2023 | 4:21 PM

বছরের ছয়টা মাস গলফ, টেনিস ও চাষবাস করে সময় কাটিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ধরে বাকি ছয়টা মাস আইপিএলের জন্য তুলে রাখেন। ক্যাপ্টন কুল এখন ষষ্ঠদশ আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন। তারই মাঝে এলে সুখবর।

Feb 21, 2023 | 4:21 PM

 ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মহেন্দ্র সিং ধোনির পরিবার আলো করে আসে ছোট্ট জিভা। দেখতে দেখতে সাতবছরের হয়ে গেল ধোনিকন্যা। (ছবি:টুইটার)

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মহেন্দ্র সিং ধোনির পরিবার আলো করে আসে ছোট্ট জিভা। দেখতে দেখতে সাতবছরের হয়ে গেল ধোনিকন্যা। (ছবি:টুইটার)

মেয়ের জন্মের পর থেকে ক্রিকেট সর্বস্ব মহেন্দ্র সিং ধোনির জীবনের অনেকটা অংশ দখল করে নিয়েছে ছোট্ট জিভা। (ছবি:টুইটার)

মেয়ের জন্মের পর থেকে ক্রিকেট সর্বস্ব মহেন্দ্র সিং ধোনির জীবনের অনেকটা অংশ দখল করে নিয়েছে ছোট্ট জিভা। (ছবি:টুইটার)

অনুরাগীরা চান, ছোট্ট জিভার জন্য খেলার সঙ্গী আনুক ধোনি ও সাক্ষী। কয়েকবছর আগে সাক্ষীর দ্বিতীয় প্রেগনেন্সির ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ফ্যানরা চাইছিলেন, সত্যি হোক এই খবর।(ছবি:টুইটার)

অনুরাগীরা চান, ছোট্ট জিভার জন্য খেলার সঙ্গী আনুক ধোনি ও সাক্ষী। কয়েকবছর আগে সাক্ষীর দ্বিতীয় প্রেগনেন্সির ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ফ্যানরা চাইছিলেন, সত্যি হোক এই খবর।(ছবি:টুইটার)

জিভার খেলার সঙ্গী না এলেও রাঁচির বিখ্যাত ধোনি পরিবারে নতুন সদস্য এসেছে। তাতেই উচ্ছ্বসিত মাহি।(ছবি:টুইটার)

জিভার খেলার সঙ্গী না এলেও রাঁচির বিখ্যাত ধোনি পরিবারে নতুন সদস্য এসেছে। তাতেই উচ্ছ্বসিত মাহি।(ছবি:টুইটার)

প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন আর শুধু ক্রিকেট নিয়ে ভাবেন না। টেনিস, গলফ থেকে চাষবাস- বিভিন্ন দিকে নিজেকে ছড়িয়ে দিয়েছেন। এখন যতটা সম্ভব পারেন পরিবারকে সময় দেন। (ছবি:টুইটার)

প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন আর শুধু ক্রিকেট নিয়ে ভাবেন না। টেনিস, গলফ থেকে চাষবাস- বিভিন্ন দিকে নিজেকে ছড়িয়ে দিয়েছেন। এখন যতটা সম্ভব পারেন পরিবারকে সময় দেন। (ছবি:টুইটার)

মাহির প্রথম প্রেম যদি হয় ক্রিকেট, দ্বিতীয় প্রেম হলেন সাক্ষী এবং এই দুয়ের মাঝে জোর লড়াই বাইকের। ধোনির রাঁচির ফার্মহাউসে রয়েছে আস্ত একটি শো রুম। থরে থরে সেখানে সাজানো বিভিন্ন মডেলের নতুন-পুরনো বাইক। (ছবি:টুইটার)

মাহির প্রথম প্রেম যদি হয় ক্রিকেট, দ্বিতীয় প্রেম হলেন সাক্ষী এবং এই দুয়ের মাঝে জোর লড়াই বাইকের। ধোনির রাঁচির ফার্মহাউসে রয়েছে আস্ত একটি শো রুম। থরে থরে সেখানে সাজানো বিভিন্ন মডেলের নতুন-পুরনো বাইক। (ছবি:টুইটার)

মহেন্দ্র সিং ধোনির বাইকের কালেকশনে নতুন সংযোজন  TVS Ronin (টিভিএস রনিন)। টিভিএস কোম্পানির বিজনেস হেড বিমল সাম্বলি নিজে ধোনির হাতে বাইকের চাবি তুলে দিয়েছেন। (ছবি:টুইটার)

মহেন্দ্র সিং ধোনির বাইকের কালেকশনে নতুন সংযোজন TVS Ronin (টিভিএস রনিন)। টিভিএস কোম্পানির বিজনেস হেড বিমল সাম্বলি নিজে ধোনির হাতে বাইকের চাবি তুলে দিয়েছেন। (ছবি:টুইটার)

গ্যালাকটিক গ্রে রঙের বাইকটির দাম ১.৭ লাখ টাকা। ধোনির বাইকের শো রুমে কাওয়াসাকি নিনজা এইচ ২, হার্লে ডেভিসন ফ্যাটবয়, ইয়ামাহা থান্ডারক্যাটের মতো নামিদামী বাইকগুলির সঙ্গে শোভা পাবে টিভিএস রনিন। (ছবি:টুইটার)

গ্যালাকটিক গ্রে রঙের বাইকটির দাম ১.৭ লাখ টাকা। ধোনির বাইকের শো রুমে কাওয়াসাকি নিনজা এইচ ২, হার্লে ডেভিসন ফ্যাটবয়, ইয়ামাহা থান্ডারক্যাটের মতো নামিদামী বাইকগুলির সঙ্গে শোভা পাবে টিভিএস রনিন। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply