ICC Women’s T20 World Cup: কনকাশন পরিবর্ত হিসেবে বিশ্বকাপ অভিষেক হয় রিচার। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে আন্তর্জাতিক হয়েছিল। এ বার বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মলনে এলেন রিচা ঘোষ। তিন বছরে বদলে গিয়েছে অনেক কিছু।
কেপটাউন: আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরও একটি নকআউট ম্য়াচ। সামনে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের উইকেট কিপার ব্য়াটার রিচা ঘোষের কাছে এই ম্যাচ কিছুটা আনন্দের। অনেকটাই অস্বস্তির। রিচার বিশ্বকাপ অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। সেটাও দুর্ঘটনাবশত। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। রিচা তখন রিজার্ভ বেঞ্চে। প্রত্য়াশিত ভাবেই খেলছিলেন নিয়মিত উইকেটরক্ষক তানিয়া ভাটিয়া। এরই মাঝে দুর্ঘটনা। তানিয়া ভাটিয়া মাথার পিছন দিকটায় আঘাত পান। কনকাশন পরিবর্ত হিসেবে বিশ্বকাপ অভিষেক হয় রিচার। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে আন্তর্জাতিক হয়েছিল। এ বার বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মলনে এলেন রিচা ঘোষ। তিন বছরে বদলে গিয়েছে অনেক কিছু। সেমিফাইনালের আগে রিচা কী বলছেন? বিস্তারিত TV9Bangla-য়।
বিস্তারিত আসছে…