চালশে নয়, চল্লিশেও চমক অ্যান্ডারসনের


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Feb 22, 2023 | 2:30 PM

ICC Test Ranking: ইংল্য়ান্ডের এই পেসারের বয়স বাড়লেও পারফরম্য়ান্সে কোনও নেতিবাচক ছাপ পড়েনি। এখনও একইরকম ভয়ঙ্কর। সুইংয়ে বিশ্বের তাবড় তাবড় ব্য়াটারদের রাতের ঘুম কেড়ে নিতে পিছপা হন না।

James Anderson: চালশে নয়, চল্লিশেও চমক অ্যান্ডারসনের

Image Credit source: twitter

দুবাই: বয়স শুধুই সংখ্য়া মাত্র। বহু ব্য়বহৃত সেই বাক্য়। আরও একবার লিখতেই হচ্ছে। তেমন চমকি দিলেন জেমস অ্যান্ডারসন। ইংল্য়ান্ডের এই পেসারের বয়স বাড়লেও পারফরম্য়ান্সে কোনও নেতিবাচক ছাপ পড়েনি। এখনও একইরকম ভয়ঙ্কর। সুইংয়ে বিশ্বের তাবড় তাবড় ব্য়াটারদের রাতের ঘুম কেড়ে নিতে পিছপা হন না। সদ্য নিউজিল্য়ান্ড সফরেও অনবদ্য় পারফরম্য়ান্স তাঁর। যার ফল মিলল আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকাতেও। প্য়াট কামিন্সকে সরিয়ে বোলারদের শীর্ষে ইংল্য়ান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

বিস্তারিত আসছে…

Leave a Reply