বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়ে গিয়েছে কাতারে। লিওনেল মেসি কি আর বিশ্বকাপে খেলবেন না? আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দিলেন ইঙ্গিত।
Image Credit source: Twitter
তুরিন: আর্জেন্টিনা মানে দিয়েগো মারাদোনা (Diego Maradona) ও লিওনেল মেসি (Lionel Messi)। চোখের সামনে ভেসে আসে বিশ্বকাপ হাতে মারাদোনার ছবি। কাতার বিশ্বকাপ জয়ের পর সেই সুখস্মৃতিতে যুক্ত হয়েছে লিওনেল মেসির নাম। জীবনের প্রথম বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতে অনুরাগীদের মন রেখেছেন তিনি। তবে এই বিশ্বকাপ জয়ই কি তার জীবনের প্রথম এবং শেষ? মেসি কি আর বিশ্বকাপ খেলবেন না? ইঙ্গিত দিলেন কোচ লিওনেল স্কালোনি। কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ২০২৬ সালের বিশ্বকাপে এলএমটেন খেলবেন কিনা, তাঁর ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। পরের বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো— তিনটে দেশ মিলিয়ে। ইতালির এক শহরে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, “পরের বিশ্বকাপে খেলবে কি খেলবে না, একমাত্র লিওই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যদি ওর শরীর দেয়, তা হলে ও ২০২৬ সালের বিশ্বকাপে টিমে থাকবে।” ৩৫ বছরের এই ফুটবল তারকার প্রশংসায় পঞ্চমুখ স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছেন, “মেসির মতো একজন ফুটবলারের দলে থাকা মানে দলের একধাপ এগিয়ে থাকা। প্রাক্তন সতীর্থ হিসেবে ওকে প্রশিক্ষণ দেওয়া খুবই সুন্দর একটি কাজ। কোচ হিসেবে আমি দেখতে পাযই, টিমে অন্যান্য প্লেয়াররা ওকে কী ভাবে অনুসরণ করে। মেসিই সেরা ফুটবলার। ওর মতো ফুটবলারের পাশে খেলার স্বপ্ন সবারই থাকবে।”
চলতি মাসের শুরুতেই মেসি নিজেই বলেছিলেন যে, তিনি নিশ্চিত নন যে তাঁর শরীর তাঁকে আগামী বিশ্বকাপ খেলতে দেবে কিনা। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ” আমি ফুটবল খেলতে ভালোবাসি। আমি যা করি তা আমি ভালোবাসি। যতদিন মনে হচ্ছে, ফুটবল খেলার জন্য আমি ফিট, ততদিন পর্যন্ত আমি খেলে যাব। কিন্তু আগামী বিশ্বকাপ পর্যন্ত এটা অনেক বেশি বলে মনে হচ্ছে।” হিসেব মতো আগামী বিশ্বকাপে মেসির বয়স ৩৯ বছর হবে। সেইসময় তাঁর কেরিয়ার কোথায় যায়, ফর্মে থাকেন কিনা, তার উপর অনেক কিছু নির্ভর করবে বলে জানিয়েছেন মেসি নিজেই। তবে আর্জেন্টিনার হয়ে আগামী বছরের কোপা আমেরিকা খেলতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।
এ দিকে, আর্জেন্টিনা সকার ফেডারেশনের সাথে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি নিজেও মনে করেন জাতীয় টিমের কোচ হিসেবে স্কালোনিরই থাকা উচিত। এ সম্পর্কে মেসি বলেছেন, ” জাতীয় দলের জন্য স্কালোনি খুবই গুরুত্বপূর্ণ।”