ক্রিকেটার পৃথ্বী শ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিলের মধ্যে ঝামেলা পুলিশ, আদালত পর্যন্ত গড়িয়েছে। তাতেও সমাধানের পথ মিলছে না। উল্টে নোংরা কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে।
Image Credit source: Twitter
মুম্বই: পৃথ্বী শ (Prithvi Shaw) এবং স্বপ্না গিলের (Sapna Gill) মধ্যে ‘সেলফি’ বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। উল্টে শুরু হয়েছে নোংরা অভিযোগ, কাদা ছোঁড়াছুড়ি। ক্রিকেটারের উপর হামলা এবং টাকা যাওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিল জেলে গিয়েছিলেন। জামিন পেতেই বিস্ফোরক স্বপ্না। জাতীয় ক্রিকেটার দলের ক্রিকেটার ও তাঁর বন্ধুর উপর যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে স্বপ্নার দাবি, তিনি বা তাঁর বন্ধুরা পৃথ্বীকে সেলফি তোলার জন্য জোর করেননি। পৃথ্বীকে মারধর বা টাকা তোলার কোনও প্রশ্নই নেই। স্বপ্না বলেছেন, “ক্রিকেটার ও তাঁর বন্ধুর হাত থেকে আমার বন্ধুকে রক্ষা করার চেষ্টা করছিলাম। তখন আমাকে বেসবল ব্যাট দিয়ে মারধর করা হয় ও গোপনাঙ্গে হাত দেয়।” বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…