মাঠে নামার আগেই বেশ কিছু ধাক্কা ভারতীয় শিবিরে


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Feb 23, 2023 | 5:41 PM

India Women vs Australia Women T20 World Cup, Semifinal Live Score: কেপটাউনে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

INDW vs AUSW, T20I Live: মাঠে নামার আগেই বেশ কিছু ধাক্কা ভারতীয় শিবিরে

Image Credit source: OWN Photograph

LIVE Cricket Score & Updates

  • 23 Feb 2023 05:41 PM (IST)

    মাঠে ক্যাপ্টেন…

    ভারতীয় দল ম্যাচ ভেনুতে পৌঁছে গিয়েছে। কিছুটা স্বস্তির খবর, এসেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌরও।

  • 23 Feb 2023 05:39 PM (IST)

    ম্যাচ ডে…

    আর কিছুক্ষণের অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচের আগে কিছুটা চিন্তায় ভারতীয় শিবির। চোটে ছিটকে গিয়েছেন পূজা বস্ত্রকার। অসুস্থ হরমনপ্রীত কৌরও। তবে স্বস্তির খবর, মাঠে পৌঁছেছেন হরমনপ্রীত। তিনি খেলবেন বলে মনে করা হচ্ছে। ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের লাইভ আপডেটের জন্য় নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

কেপটাউন: আরও দুটো ধাপ। স্বপ্ন পূরণ এবং আরও এক বার স্বপ্নভঙ্গের মাঝে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। দীর্ঘ তিন বছরের অপেক্ষার ইতি। ফের একটা বিশ্বকাপ খেলছে ভারতের মহিলা ক্রিকেট দল। তিন বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত। কমনওয়েলথ গেমসেও সোনার পদকের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। এ বার সেমিফাইনালেই দেখা হচ্ছে দু-দলের। ভারতের অভিযান শুরু হয়েছিল অনবদ্য় জয়ে। তবে ইংল্য়ান্ডের কাছে হেরে কিছুটা হলেও চাপে ভারতীয় শিবির। ইংল্য়ান্ডের বিরুদ্ধে বোলিংয়ে রেণুকা সিংয়ের অনবদ্য় পারফরম্য়ান্স। ব্য়াট হাতে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ জয়ের দোরগোড়ায় নিয়েছিলেন দলকে। শেষ অবধি মাত্র ১১ রানে হার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ার্ল্য়ান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ মেগ ল্য়ানিংয়ের অস্ট্রেলিয়া। সিনিয়র স্তরে আইসিসি ট্রফি এখনও অধরা ভারতের। ফাইনালে যেতে আজ অস্ট্রেলিয়ার মতো কঠিন বাধা পেরোতে হবে। তার আগে ভারতীয় শিবিরে ধাক্কা, পূজা বস্ত্রকারের ছিটতে যাওয়া। তাঁর পরিবর্তে স্কোয়াডে যোগ করা হয়েছে স্নেহ রানাকে। অসুস্থ অধিনায়ক হরমনপ্রীত কৌরও। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

Published On – Feb 23,2023 5:30 PM



Leave a Reply