Hockey League: ফের রণক্ষেত্র ইস্টবেঙ্গল মাঠ, মারামারি দুই দলের সমর্থকদের, গুরুতর জখম ২


হকি লিগে ফের অশান্তি। মাঠের উত্তাপ ছড়াল গ্যালারিতে। মাঠে পড়ল ইট। গুরুতর আহত দুই সমর্থক।

Image Credit source: নিজস্ব চিত্র

কলকাতা:  ইস্টবেঙ্গল, মোহনবাগান আবার ফেরায় জৌলুস এসেছে হকি লিগে (Hockey League)। বড় টিম খেলা মানেই আগ্রহ বাড়বে হকির প্রতি। বাংলার হকিতে জোয়ার আসবে। কিন্তু এর সঙ্গে হাত ধরাধরি করে যে অশান্তিও ঢুকে পড়বে, তা ভাবা যায়নি। হকি লিগে এখন নিত্য ঝামেলা চলছে দুই প্রধানকে ঘিরে। দিন কয়েক আগে হকি লিগের বড় ম্যাচ ঘিরে রণক্ষেত্র হয়ে গিয়েছিল মহামেডান মাঠ। মাঠে পড়েছিল ইট। মাথা ফেটেছিল কয়েক জনের। তীব্র ঝামেলায় খেলা শেষ পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়ার। সেই ঝামেলার রেশ কমতে না কমতে আবার অশান্তি হকি মাঠে। এ বার ইস্টবেঙ্গল মাঠে হল বড়সড় ঝামেলা। যার জেরে আবার রক্ত ঝরল ময়দানে। কী ঘটল, তুলে ধরল TV9 Bangla

ইস্টবেঙ্গল মাঠে হকি লিগের ম্যাচ ছিল ইস্টবেঙ্গল ও পঞ্জাব স্পোর্টসের। খেলার শেষ দিকে হঠাৎই ঝামেলা বেঁধে যায় দুই টিমের। যার রেশ গিয়ে পড়ে গ্যালারিতেও। হকি লিগের ম্যাচ দেখার জন্য গ্যালারিতে হাজির ছিলেন দুই টিমেরই সমর্থকরা। তাঁদের মধ্যে মারামারি লেগে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায়। হকি স্টিক, বাঁশ নিয়ে মারামারি লেগে যায় দু’দল সমর্থকের মধ্যে। এই ঝামেলার মধ্যেই ইট পড়ে মাঠে। যাতে গুরুতর আহত হয়েছেন ইস্টবেঙ্গলের দুই সমর্থক। তাঁদের মাথা ফেটে গিয়েছে। পুলিশি তৎপরতায় পরিস্থিতি কিছুটা ঠান্ডা করা যায়।

খেলার একেবারে শেষ মুহূর্তে গোল করে ম্যাচের ফল ১-১ করে পঞ্জাব স্পোর্টস। এরপরই রণক্ষেত্র চেহারা নেয় ইস্টবেঙ্গল মাঠ। দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইস্টবেঙ্গলের এক কর্তাও। মাঠের বাইরে লেসলি ক্লডিয়াস সরণিতেও দুই দলের সমর্থকদের হাতাহাতির রেশ এসে গড়ায়। বাঁশ, হকি স্টিক দিয়ে দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আহত ৪ জন। একজনের মাথায় গুরুতর জখম হয়।

মাঠে পুলিশ উপস্থিত থাকলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। ঘটনার পর ময়দান থানার বিশাল ফোর্স ইস্টবেঙ্গল মাঠে আসে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, ‘আমাদের ম্যাচকে কেন্দ্র করেই কেন বারবার উত্তপ্ত হচ্ছে তা জানিনা। পুলিশ থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটবে আশা করিনি।’

Leave a Reply