ক্যাচ নিয়েই শেফালির মুখে ‘বেন স্টোকস…’ বিরাট হলেন ভারতীয় ওপেনার


বাইশ গজে বিরাট কোহলি বহুবার ‘বেন স্টোকস’ প্রতিক্রিয়া দিয়েছেন। এ বার মাঠে একই প্রতিক্রিয়া দেখা গেল শেফালি ভার্মার মুখে। ‘বেন স্টোকস’ ব্যাপারটি ক্রিকেট সমর্থকদের বুঝতে অসুবিধে হবে না।

Image Credit source: Twitter

কেপটাউন: অস্ট্রেলিয়ান ওপেনার বেথ মুনির সহজ ক্যাচ ফসকে ব্যাপক সমালোচিত হয়েছেন শেফালি ভার্মা (Shafali Verma)। ১১.৫ ওভারে শিখা পাণ্ডের বলে মুনির ক্যাচ নিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করেন ভারতীয় দলের তরুণ ওপেনার। বেথ মুনির ক্যাচ নেওয়ার পর শেফালির আগ্রাসী সেলিব্রেশন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠিক বিরাট কোহলির কায়দায় ‘বেন স্টোকস’ সেলিব্রেশনে মাতেন তিনি। যাঁরা নিয়মিত ক্রিকেটের খোঁজ খবর রাখেন তাঁদের কাছে বিরাট কোহলির (Virat Kohli) ‘বেন স্টোকস’ প্রতিক্রিয়া নতুন নয়। স্বয়ং বেন স্টোকসও বিষয়টি জানেন। ক্যাচ ধরা বা উইকেট নেওয়ার পর সেলিব্রেশনের সময় প্রায়শই বিরাটের মুখভঙ্গিতে ‘বেন স্টোকস’ ফুটে ওঠে। আসলে এটি উত্তর ভারতের একটি প্রচলিত কটূক্তি। ওই কটূক্তির সময় মুখের ভঙ্গি দেখলে মনে হবে ‘বেন স্টোকস’ কথাটি উচ্চারিত হচ্ছে।  বিরাটের পথে হেঁটে একই সেলিব্রেশন শেফালির। বিস্তারিত TV9 Bangla-য়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের দিন কাঠগড়ায় ভারতের ফিল্ডিং। এক কথায় জঘন্য ফিল্ডিং ও ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। হরমনপ্রীত কৌরের দুর্দান্ত লড়াই জলে গিয়েছে শেফালি ভার্মা, রিচা ঘোষদের ফিল্ডিং ব্যর্থতায়। ক্যাচ মিস মানে ম্যাচ মিস কথাটি আরও একবার প্রমাণিত হয়েছে। ২০২০ সালের বিশ্বকাপ ফাইনালে শেফালি ভার্মা ছিলেন একদম নতুন প্লেয়ার। সে বারও ফাইনালে অ্য়ালিসা হিলির ক্য়াচ ফেলেছিলেন তিনি। নতুন হওয়ায় তখন অন্তত তাঁকে নিয়ে বেশি সমালোচনা হয়নি। প্রায় তিন বছর হয়ে গিয়েছে। শেফালি ভার্মা এখন সব ফরম্য়াটেই সিনিয়র দলে নিয়মিত। এ বারও একটা ক্যাচ মিস। যা খুবই দামী হয়ে দাঁড়িয়েছে।

সহজ ক্যাচ ফসকে এবং সেমিফাইনালে মাত্র ৯ রান করার পর বিরাটের কায়দায় শেফালির সেলিব্রেশন অনেকের চোখে লেগেছে। শেফালির বয়স কম হওয়ায় বিষয়টি অনেকে মেনে নিতে পারছেন না। আবার অনেকেই তরুণ ওপেনারের পাশে থাকার বার্তা দিচ্ছেন। হাইভোল্টেজ ম্যাচে এমন পরিস্থিতি হতে পারে। বলছেন শেফালির পাশে দাঁড়ানো মানুষরা।



Leave a Reply