রিচা-শেফালিদের জঘন্য ফিল্ডিংয়ের দিন দুর্দান্ত এলিস পেরি


India vs Australia semifinal: ভারত-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের পিছনে জঘন্য ফিল্ডিংকেও দায়ী করা হচ্ছে। শেফালি ভার্মা, রিচা শর্মাদের মিস ফিল্ডের সমালোচনা চলছে।

Image Credit source: Twitter

কেপটাউন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2023) সেমিফাইনালে হারের দিন কাঠগড়ায় ভারতের ফিল্ডিং। এক কথায় জঘন্য ফিল্ডিং ও ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। হরমনপ্রীত কৌরের দুর্দান্ত লড়াই জলে গিয়েছে শেফালি ভার্মা, রিচা ঘোষদের ফিল্ডিং ব্যর্থতায়। ক্যাচ মিস মানে ম্যাচ মিস কথাটি আরও একবার প্রমাণিত হয়েছে। ম্যাচের পর ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মুখে শোনা গিয়েছে ফিল্ডিং নিয়ে হতাশার কথা (Ind vs Aus)। ভারতীয় শিবিরের ঠিক উল্টো দৃশ্য সেমিফাইনাল জয়ী অস্ট্রেলিয়া দলে। রিচা-শেফালিদের মতো তরুণদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, কীভাবে ফিল্ডিং করতে হয়। ম্যাচ চলাকালীন এলিস (Ellyse Perry) দারুণ কায়দায় একটি নিশ্চিত বাউন্ডারি আটকে দেন। ৩২ বছরের এলিসের কাণ্ডকারখানা দেখে থ ক্রিকেট বিশ্ব। বাউন্ডারি লাইনে এলিসের ক্ষিপ্রতা নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। বিস্তারিত রইল TV9 Banglaর এই প্রতিবেদনে।

সেমিফাইনালে অস্ট্রেলিয়া যে পাঁচ রানে জিতে গিয়েছে তাতে বাহবা অবশ্যই প্রাপ্য এলিস পেরির। নিশ্চিত চান রান না আটকালে ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। ঘটনাটি ভারতীয় দলের ইনিংসের ১৮তম ওভারের। ১৭৩ রান তাড়া করতে নামা ভারতের স্কোর তখন ১৫৩। ম্যাচের শেষ ওভারে জেস জোনাসেনের হাতে সঁপে দেওয়া হয় বোলিংয়ের দায়িত্ব। ওভারের চতুর্থ বলে স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারির দিকে বল ঠেলে দিয়েছিলেন স্নেহ রানা। রীতিমতো উড়ে গিয়ে নিশ্চিত বাউন্ডারি আটকে দেন। এলিস পেরির ফিল্ডিং দক্ষতায় প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

এলিসের সঙ্গে ভারতীয়দের ফিল্ডিংয়ের তুলনা শুরু হয়েছে। রিচা ঘোষ মেগ ল্যানিংয়ের ক্যাচ যখন ফেলেন তখন তিনি ১ রানে ব্যাট করছিলেন। বেথ মুনির ক্যাচ ফসকান শেফালি ভার্মা। ২০২০ সালের বিশ্বকাপ ফাইনালে শেফালি ভার্মা ছিলেন একদম নতুন প্লেয়ার। সে বারও ফাইনালে অ্য়ালিসা হিলির ক্য়াচ ফেলেছিলেন তিনি। নতুন হওয়ায় তখন অন্তত তাঁকে নিয়ে বেশি সমালোচনা হয়নি। প্রায় তিন বছর হয়ে গিয়েছে। শেফালি ভার্মা এখন সব ফরম্য়াটেই সিনিয়র দলে নিয়মিত। এ বারও একটা ক্যাচ মিস। যা খুবই দামী হয়ে দাঁড়াল। হরমনপ্রীত কৌর, জেমাইমাদের চেষ্টা পূর্ণতা পেল না।



Leave a Reply