Babar Azam: ম্যাচ চলাকালীন ব্যাট হাতে তেড়ে গেলেন বাবর! পিএসএলে অদ্ভুত কাণ্ড


সম্প্রতি ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৬ উইকেটে শোচনীয় পরাজয় হয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমির।

Image Credit source: Twitter

ইসলামাবাদ: পাকিস্তান সুপার লিগে (PSL) চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জমে উঠেছে লিগ। তবে টুর্নামেন্টের তারকা মুখ ও জাতীয় দলের অধিনায়ক বাবর আজমের দলের অবস্থা খারাপ। সম্প্রতি ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৬ উইকেটে শোচনীয় পরাজয় হয়েছে বাবর আজমের (Babar Azam) দল পেশোয়ার জালমির। দল হারলেও বাবরের ব্যাটিং চেনা ছন্দেই দেখা গিয়েছে। ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তানের অধিনায়ক। ৭টি চার ও একটি ছক্কা হাঁকান। তারই মধ্যে ম্যাচ চলাকালীন বিপক্ষের দলের ক্রিকেটারের দিকে ব্যাট হাতে তেড়ে গেলেন বাবর। কী হল বাবরের? দলের পরাজয় মেনে নিতে না পেরেই কি এই অবস্থা? বিস্তারিত রইল TV9 Banglaয়।

পেশোয়ারের ব্যাটিংয়ের সময় ইসলামাবাদ ইউনাইটেডের ফাস্ট বোলার হাসান আলি বাবর আজমের সঙ্গে মজা করার চেষ্টা করেন। বাবর তখন রান নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। বাবরের ব্যাপারটা বুঝতে বেশি সময় লাগেনি। তিনিও পাল্টা ব্যাট তুলে হাসান আলিকে ভয় দেখানোর চেষ্টা করেন। বাবরকে ব্যাট হাতে তেড়ে আসতে দেখে প্রাণ বাঁচাতে দৌড় দেন হাসান। পিএসএলে লাইভ ম্যাচ চলাকালীন এমন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

পেশোয়ারের ব্যাটিংয়ের সময় ইসলামাবাদ ইউনাইটেডের ফাস্ট বোলার হাসান আলি বাবর আজমের সঙ্গে মজা করার চেষ্টা করেন। বাবর তখন রান নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। বাবরের ব্যাপারটা বুঝতে বেশি সময় লাগেনি। তিনিও পাল্টা ব্যাট তুলে হাসান আলিকে ভয় দেখানোর চেষ্টা করেন। বাবরকে ব্যাট হাতে তেড়ে আসতে দেখে প্রাণ বাঁচাতে দৌড় দেন হাসান। পিএসএলে লাইভ ম্যাচ চলাকালীন এমন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

ওই ম্যাচে প্রথমে ব্যাট করে বাবর আজমের দল পেশোয়ার জালমি নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৫৬ রান তোলে। বাবর ছাড়াও অবদান রাখেন ওপেনার মহম্মদ হ্যারিস। যেখানে দাসুন শানাকা করেন ১১ রান। এ ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘর পার করতে পারেননি। ইসলামাবাদ দল রান তাড়া করতে নেমে ভালো সূচনা দেন রহমান উল্লাহ গুরবাজ ও কলিন মুনরো। যদিও মুনরোর অবদান ছিল মাত্র ৯ রান। গুরবাজ ৩১ বলে ২০০ স্ট্রাইক রেটে ৬২ রান করেন। এই ইনিংসে তিনি ৭টি চার ও ৪টি দুর্দান্ত ছক্কাও হাঁকিয়েছেন।



Leave a Reply