Sunrisers Hyderabad: মিনি অকশনে হ্যারি ব্রুককে ১৩.২৫ কোটি টাকায় নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সে সময় অবশ্য এতটা আশাবাদী হওয়া যাচ্ছিল না। অনেকের কাছেই মনে হয়েছিল, এত দাম দিয়ে হ্যারি ব্রুকের জন্য় কেন ঝাঁপানো! টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর পারফরম্য়ান্স আশানুরূপ নয়। যত দিন যাচ্ছে, খেলার মান বাড়ছে ব্রুকের।
Image Credit source: twitter
হায়দরাবাদ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হতে এখনও বেশ কিছু দিন বাকি। এখন থেকেই যেন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ সমর্থকরা। সৌজন্য়ে হ্য়ারি ব্রুক। ইংল্য়ান্ডের এই তরুণ ক্রিকেটার স্বপ্নের ফর্মে রয়েছেন। যদিও সেটা টেস্ট ক্রিকেটে। লাল বলের ক্রিকেটে ৯ ইনিংসে ৪টি শতরান! বিশাল ইনিংস খেলছেন। টেস্ট ক্রিকেটেও যেন টি-টোয়েন্টির মেজাজে। স্ট্রাইকরেট প্রায় একশোর কাছাকাছি। ব্য়াটিং গড় একশোর উপর। কেরিয়ারের প্রথম ৯ টেস্ট ইনিংসে ছাপিয়ে গিয়েছেন ৮০০ রানের মাইলফলক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা প্রথম। একটা সময় টেস্ট ক্রিকেট মানেই মনে করা হত, ক্রিজে পড়ে থাকা। বর্তমান ইংল্য়ান্ড দল সেই ধারনার বিপরীতে চলছে। টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়ছে তাদের খেলার ধরনে। আর এর জন্য় অনেকটা কৃতিত্ব প্রাপ্য় তরুণ হ্য়ারি ব্রুকের। বিস্তারিত TV9Bangla-য়।
সানরাইজার্স হায়দরাবাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যেত, তাদের মিডল অর্ডার। পাওয়ার হিটারের অভাব। কখনও শুরুটা ভালো হলে, শেষটাও ভালো হত। শুরু ভালো না হলে হাল ধরার লোকের অভাব। এ বার মিনি অকশনে হ্য়ারি ব্রুককে ১৩.২৫ কোটি টাকায় নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সে সময় অবশ্য এতটা আশাবাদী হওয়া যাচ্ছিল না। অনেকের কাছেই মনে হয়েছিল, এত দাম দিয়ে হ্য়ারি ব্রুকের জন্য় কেন ঝাঁপানো! টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর পারফরম্য়ান্স আশানুরূপ নয়। যত দিন যাচ্ছে, খেলার মান বাড়ছে ব্রুকের। পাকিস্তানের পর নিউজিল্য়ান্ড সফরেও তাঁর একের পর এক দুর্দান্ত ইনিংস। সানরাইজার্স সমর্থকরা সোশ্য়াল মিডিয়ায় আনন্দে আত্মহারা হ্য়ারিকে নিয়ে। অনেকেই মনে করছেন, ভারতে নিজস্ব ফ্য়ান বেসও তৈরি করে ফেলবেন ইংল্য়ান্ডের এই ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নারদের ব্য়াপক জনপ্রিয়তা রয়েছে। সেই দলে নাম লেখাতে পারেন হ্য়ারি ব্রুকও। আর তাতে লাভ হবে সানরাইজার্সেরই। শুরুতে অধিনায়ক এডেন মার্করাম, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠীরা ভালো পারফর্ম করতে পারলে, মিডল অর্ডারে থাকছেন হ্য়ারি ব্রুক।
সানরাইজার্স হায়দরাবাদের ফুল স্কোয়াড- আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এডেন মার্করাম, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি, গ্লেন ফিলিপস, কার্তিক ত্যাগি, মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, নটরাজন, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, অনমোলপ্রীত সিং, আকিল হোসেন, নীতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক ডাগর, উপেন্দ্র যাদব, সনবীর সিং, সামর্থ ব্যাস, বিভ্রান্ত শর্মা, মায়াঙ্ক মারকান্ডে, আদিল রশিদ, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক।