অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল টাইটান্স, উইমেন্স প্রিমিয়ার লিগেও কি তাই হবে?


Women’s Premier League: স্কোয়াড দেখে বিশেষত বিদেশি ক্রিকেটারদের দেখে মনে হতে পারে, সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গুজরাটেরই। এই স্কোয়াডে দুর্বলতা, অনেক স্থানীয় ক্রিকেটারই অপরীক্ষিত। স্নেহ রানা, হরলীন দেওল, সাব্বিনেনি মেঘনা, সুষমা ভার্মা তুলনামূলক অভিজ্ঞ। বাকিদের নিয়ে কিছুটা চিন্তা রয়েছে।

Image Credit source: twitter

কলকাতা: গত বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দুটি ফ্র্য়াঞ্চাইজি দল যোগ হয়। লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। আইপিএল অভিষেকেই চ্য়াম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। এ বার শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। পাঁচ দলের এই টুর্নামেন্টে খেলবে গুজরাট জায়ান্টস। মেয়েদের আইপিএল ঘিরে উন্মাদনা তুঙ্গে। ৪ মার্চ শুরু হচ্ছে টুর্নামেন্টে। অকশনে প্রতিটি ফ্র্য়াঞ্চাইজি নিজেদের স্কোয়াড গড়ে নিয়েছে। সর্বাধিক ১৮ সদস্য়ের স্কোয়াড গড়া যেত। গুজরাট জায়ান্টস অবশ্য় ১৬ জনের স্কোয়াড গড়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগে তাদের সম্ভাবনা কতটা? কেমন দল গড়েছে তারা! গুজরাট জায়ান্টসের স্কোয়াড বিশ্লেষণে TV9Bangla

গুজরাট টাইটান্স নিলামে বিদেশি কোটায় বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে নিয়েছে। মুম্বইয়ে হবে টুর্নামেন্ট। বিদেশি ক্রিকেটাররা এখানকার পিচ এবং পরিস্থিতির সঙ্গে কত দ্রুত মানিতে নিতে পারেন, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানার। তাঁকে ৩.৪ কোটি টাকায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপরই রয়েছেন অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। তাঁকে নিয়েছে গুজরাট জায়ান্টস। টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য় পারফর্ম করছেন। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার গার্ডনার। একই সঙ্গে রয়েছেন অজি ওপেনার বেথ মুনিও। যা পরিস্থিতি তাতে ওপেনিংয়ে দেখা যেতে পারে বেথ মুনি এবং সাব্বিনেনি মেঘনাকে। অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন ভারতের হরলীন দেওল, স্নেহ রানা। রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্য়াটার দিয়েন্দ্র ডটিন। অজি লেগ স্পিনার জর্জিয়া ওয়্যারহ্য়ামের কথা ভুললে চলবে না।

স্কোয়াড দেখে বিশেষত বিদেশি ক্রিকেটারদের দেখে মনে হতে পারে, সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গুজরাটেরই। এই স্কোয়াডে দুর্বলতা, অনেক স্থানীয় ক্রিকেটারই অপরীক্ষিত। স্নেহ রানা, হরলীন দেওল, সাব্বিনেনি মেঘনা, সুষমা ভার্মা তুলনামূলক অভিজ্ঞ। বাকিদের নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। গুজরাটের স্কোয়াড গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন মেন্টর মিতালি রাজ। এখন দেখার, কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজের স্ট্র্যাটেজি কতটা কাজে লাগে।

গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, স্নেহ রানা, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি

Leave a Reply