অলিম্পিকে সোনা দখলে রাখা কিন্তু সহজ কাজ নয়, কে বললেন নীরজকে?


Olympic Gold: নীরজ চোপড়ার স্বর্ণপদকের ব্যাপারে মুখ খুললেন ডেভিড রুদিশা।প্যারিস অলিম্পিকে কিভাবে নিজের স্বর্ণপদক নিজের কাছে রাখবেন সেবিষয়ে নীরজ চোপড়াকে উপদেশ দিলেন তিনি।

Image Credit source: twitter

নয়াদিল্লি: টোকিও অলিম্পিকে সোনা জিতে সমগ্র দেশবাসীর কাছে ‘সোনার টুকরো’ ছেলে হয়ে উঠেছিলেন। বয়স মাত্র ২৫। এর মধ্যেই অলিম্পিকে দেশের হয়ে সোনা জিতে সকলের মন জয় করে নিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। চোটের কারণে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) অংশগ্রহণ করতে পারেননি ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার। সামনে এখন তাঁর লক্ষ্য প্যারিস অলিম্পিক (Paris Olympic)। টোকিও অলিম্পিকে জেতা সোনা নিজের দখলে রাখতে নামবেন। কিন্তু এই কাজ যে সহজ হবে না, হুঁশিয়ারি দিলেন অলিম্পিকে দু’বার সোনাজয়ী কেনিয়ার অ্যাথলিট ডেভিড রুদিশা। কী পরামর্শ দিলেন নীরজকে? TV9Bangla-য় রইল বিস্তারিত।

৮০০ মিটারে দু’বার কেনিয়ার হয়ে অলিম্পিকে সোনা জিতেছেন ডেভিড রুদিশা। এক বার সোনা জিতলেও পরের বার সেই খেতাব ধরে রাখা যে কতটা কঠিন, খুব ভালো করে জানেন তিনি। জ্যাভলিনে নীরজের কাজটা যে সহজ হবে না, তা বলে রাখছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন যে, টোকিও অলিম্পিকের জন্য যে ভাবে নীরজ চোপড়া নিজেকে প্রস্তুত করেছিলেন, সে ভাবে যদি প্রস্তুতি নেন তাহলে প্যারিস অলিম্পিকে অনায়াসেই নিজের গৌরব ধরে রাখতে পারবেন ২৫ বছরের এই জ্যাভলিন থ্রোয়ার। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন রুদিশা। ২০১৬ রিও অলিম্পিক গেমসেও নিজের খেতাব ধরে রাখতে সক্ষম হয়েছিলেন ৩৪ বছরের ডেভিড। এমনকী ভারতের স্প্রিন্টার ও মিডল ডিসট্য়ান্স রানারদের প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন রুদিশা।

নীরজ চোপড়ার ব্যাপারে তিনি বলেন, “অলিম্পিকের মতো গেমসে সোনা ধরে রাখা সহজ কাজ নয়। ট্রেনিং, শারীরিক সুস্থতা, ঠিকঠাক প্রস্তুতি- অনেক কিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে। তার উপর নতুন নতুন অ্যাথলিটরাও উঠে আসছে। তবে ঠিকঠাক প্রস্তুতি নিলে এটা কিন্তু করে দেখানো যায়। ফলে আগামী সময়টুকু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।” নীরজ শুধু অলিম্পিকেই সোনা জয় নয়, ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগে পদক জিতেও ইতিহাস গড়েছেন।

Leave a Reply