ভারতীয় ক্রিকেটে বিয়ের ধুম, গায়ে হলুদে জমিয়ে নাচ শার্দূলের


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 26, 2023 | 5:41 PM

ভারতীয় ক্রিকেটে বিয়ের মরসুম যেন শেষই হচ্ছে না। ২০২৩ সালের শুরু থেকে ভারতীয় দলের একের পর এক ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসেছেন। লোকেশ রাহুল, অক্ষর প্যাটেলের পর এ বার জাতীয় দলের অলরাউন্ডার শার্দূল ঠাকুরের পালা।

Feb 26, 2023 | 5:41 PM

দীর্ঘদিনের বান্ধবী মিতালি পারুলকরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় দলের অলরাউন্ডার শার্দূল ঠাকুর। ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বিয়ে। এখন চলছে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান। (ছবি:টুইটার)

দীর্ঘদিনের বান্ধবী মিতালি পারুলকরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় দলের অলরাউন্ডার শার্দূল ঠাকুর। ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বিয়ে। এখন চলছে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান। (ছবি:টুইটার)

সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ - সব অনুষ্ঠানই হচ্ছে নিয়ম মেনে এবং ধুমধাম করে। (ছবি:টুইটার)

সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ – সব অনুষ্ঠানই হচ্ছে নিয়ম মেনে এবং ধুমধাম করে। (ছবি:টুইটার)

রবিবার ছিল শার্দূলের গায়ে হলুদের অনুষ্ঠান। শার্দূল পরেছিলেন সাদা রঙের গলাবন্ধ শেরওয়ানি। হবু কনের হলদি পোশাকে হলুদের মাথামাখি। শাড়ি, ব্লাউজ সবেতেই হলুদের ছোঁয়া। (ছবি:টুইটার)

রবিবার ছিল শার্দূলের গায়ে হলুদের অনুষ্ঠান। শার্দূল পরেছিলেন সাদা রঙের গলাবন্ধ শেরওয়ানি। হবু কনের হলদি পোশাকে হলুদের মাথামাখি। শাড়ি, ব্লাউজ সবেতেই হলুদের ছোঁয়া। (ছবি:টুইটার)

অনুষ্ঠানের আগে শার্দূল ও মিতালির ফোটোসেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (ছবি:টুইটার)

অনুষ্ঠানের আগে শার্দূল ও মিতালির ফোটোসেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (ছবি:টুইটার)

গায়ে হলুদের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে ভারতীয় দলের অলরাউন্ডার। অনুষ্ঠানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (ছবি:টুইটার)

গায়ে হলুদের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে ভারতীয় দলের অলরাউন্ডার। অনুষ্ঠানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (ছবি:টুইটার)

পরিবার ও বন্ধু বান্ধবদের উপস্থিতিতে ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (ছবি:টুইটার)

পরিবার ও বন্ধু বান্ধবদের উপস্থিতিতে ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (ছবি:টুইটার)

২০২১ সালের নভেম্বরে বাগদান সেরেছিলেন শার্দূল ঠাকুর ও মিতালি পারুলকর। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর বিয়ে হওয়ার কথা ছিল। (ছবি:টুইটার)

২০২১ সালের নভেম্বরে বাগদান সেরেছিলেন শার্দূল ঠাকুর ও মিতালি পারুলকর। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর বিয়ে হওয়ার কথা ছিল। (ছবি:টুইটার)

২০২২ সালে বিয়েটা সম্ভব হয়নি। তবে নতুন বছরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসে পড়ছেন শার্দূল। (ছবি:টুইটার)

২০২২ সালে বিয়েটা সম্ভব হয়নি। তবে নতুন বছরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসে পড়ছেন শার্দূল। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply