Border-Gavaskar Trophy: ‘এ বার তো কিছু করো’, অস্ট্রেলিয়াকে বিদ্রুপ করলেন কে?


এ বার তো কিছু করো! এমনিতেই প্যাকেট হয়ে গিয়েছ। এ বার হাল আরও খারাপ হবে। অস্ট্রেলিয়া টিমকে নিয়ে মজা করলেন কে?

Image Credit source: Twitter

নয়াদিল্লি: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুটো ম্যাচ হেরে সিরিজে ০-২ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket)। প্রথম দুটি টেস্টে লজ্জাজনক হার হয়েছে অজিদের। আগামী পয়লা মার্চ থেকে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। স্টিভ স্মিথরা যখন কোণঠাসা তখন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে ব্যঙ্গ করলেন ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkant)। চলতি সিরিজে অস্ট্রেলিয়ার হাল অত্যন্ত খারাপ। ব্যাটাররা যেমন পারফর্ম করতে পারেননি, তেমনই বোলাররা সেরাটা দিতে পারছেন না। সেই সঙ্গে পিচও বুঝে উঠতে পারছেন না অজিরা। ভারতের বিরুদ্ধে যেন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারছে না অস্ট্রেলিয়া। এমন অস্ট্রেলিয়া টিম ভারতীয় দর্শকরা কখনও দেখেননি। প্রাক্তন ক্রিকেটাররাও দেখেননি। শ্রীকান্ত যে কারণে ব্যঙ্গই করেছেন। শ্রীকান্তের কথা শুনে কি তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াবেন স্মিথরা?

নিজের ইউটিউব চ্যানেলে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, “আমি অস্ট্রেলিয়া ম্যানেজার বলছি। এখানে বর্ডার-গাভাসকর সিরিজ নিয়ে উত্তেজনা তুঙ্গে। আপনার সুবিধার জন্যই ইংরেজিতেই বলছি। সিরিজে ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। নয়তো আপনারা ‘পোটলা’ হয়ে যাবেন। ইতিমধ্যেই তো প্যাকেট হয়ে গিয়েছেন আপনারা।” একে তো হারের লজ্জা , তার উপর অধিনায়ক প্যাট কামিন্সকে তৃতীয় টেস্টে পাচ্ছে না অস্ট্রেলিয়া। কিছু পারিবারিক কারণবশত দেশে ফিরে গিয়েছেন প্যাট কামিন্স। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। অনেক দিন পর আবার জাতীয় টিমের নেতৃত্ব দেবেন স্মিথ। কিন্তু টিম ঘুরে দাঁড়াবে কিনা, জোর দিয়োে বলা যাচ্ছে না।

মূলত ব্যাটিং বিপর্যয়ের জন্যই ডুবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ভারতের ঘূর্ণি পিচ বিদেশি টিমগুলোকে চাপে রাখে। তাই বলে সামান্য লড়াইটুকুও দেখা যাবে না? প্রশ্ন তুলছে বিশেষজ্ঞমহল। ওপেনার ডেভিড ওয়ার্নার প্রথম দুটো টেস্টে ব্যর্থ হয়েছেন। যে কারণে শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল টিম। চোট পেয়ে তিনিও দেশে ফিরে গেছেন। তার উপর তৃতীয় দলে থাকছেন না হ্যাজেলউড, কামিন্স। ২৯ বছরের কামিন্সের পরিবর্তে দলে ফিরবেন মিচেল স্টার্ক।

Leave a Reply