KL Rahul-Athiya Shetty: গেরুয়া বসনে মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক রাহুল, ফিরবে কেএলের ভাগ্য?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 26, 2023 | 2:23 PM

KL Rahul-Athiya Shetty visits Mahakaleshwar Jyotirlinga Temple: ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুলের খারাপ ফর্ম চলছেই। দীর্ঘ সময় বড় রান পাননি রাহুল। বিয়ের পর লেডিলাকেও কপাল ফেরেনি রাহুলের। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে রোহিত শর্মার ডেপুটি রাখা হয়নি কেএল রাহুলকে। ইন্দোর টেস্টের আগে স্ত্রী, বলিউড তারকা আথিয়া শেট্টির সঙ্গে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শনে গেলেন লোকেশ রাহুল। দেখুন সেই সকল ছবি…

Feb 26, 2023 | 2:23 PM

ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুলের (KL Rahul) ব্যাটে দীর্ঘদিন বড় রানের খরা চলছে। কেএল রাহুলের শেষ ১০টি ইনিংসের দিকে তাকালে দেখা যাবে রয়েছে মাত্র ২টি হাফসেঞ্চুরি। (ছবি-টুইটার)

ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুলের (KL Rahul) ব্যাটে দীর্ঘদিন বড় রানের খরা চলছে। কেএল রাহুলের শেষ ১০টি ইনিংসের দিকে তাকালে দেখা যাবে রয়েছে মাত্র ২টি হাফসেঞ্চুরি। (ছবি-টুইটার)

চলতি বছরের জানুয়ারিতে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন লোকেশ রাহুল। বলিউড তারকা আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে বিয়ের পর রাহুলের ভাগ্য ফেরেনি। (ছবি-টুইটার)

চলতি বছরের জানুয়ারিতে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন লোকেশ রাহুল। বলিউড তারকা আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে বিয়ের পর রাহুলের ভাগ্য ফেরেনি। (ছবি-টুইটার)

ভারত-অস্ট্রেলিয়া চলতি বর্ডার গাভাসকর ট্রফিতেও জ্বলে ওঠেনি লোকেশ রাহুলের ব্যাট। পর পর দু'টি টেস্টে কেএল রাহুলের সংগ্রহ ২০ এবং ১৭ ও ১। (ছবি-টুইটার)

ভারত-অস্ট্রেলিয়া চলতি বর্ডার গাভাসকর ট্রফিতেও জ্বলে ওঠেনি লোকেশ রাহুলের ব্যাট। পর পর দু’টি টেস্টে কেএল রাহুলের সংগ্রহ ২০ এবং ১৭ ও ১। (ছবি-টুইটার)

এ বার ১ মার্চ থেকে শুরু হবে ইন্দোর টেস্ট। তার আগে স্ত্রী আথিয়া শেট্টির সঙ্গে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছেন লোকেশ রাহুল। (ছবি-টুইটার)

এ বার ১ মার্চ থেকে শুরু হবে ইন্দোর টেস্ট। তার আগে স্ত্রী আথিয়া শেট্টির সঙ্গে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছেন লোকেশ রাহুল। (ছবি-টুইটার)

হর হর মহাদেব... সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির মহাকাল মন্দির দর্শনের ভিডিয়ো। (ছবি-টুইটার)

হর হর মহাদেব… সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির মহাকাল মন্দির দর্শনের ভিডিয়ো। (ছবি-টুইটার)

গেরুয়া বসনে লোকেশ রাহুল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজোও দিয়েছেন। (ছবি-টুইটার)

গেরুয়া বসনে লোকেশ রাহুল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজোও দিয়েছেন। (ছবি-টুইটার)

বলিউড তারকা আথিয়া শেট্টির পরণে ছিল হলুদ রংয়ের চুড়িদার। তিনিও উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের পুজো করেছেন। (ছবি-টুইটার)

বলিউড তারকা আথিয়া শেট্টির পরণে ছিল হলুদ রংয়ের চুড়িদার। তিনিও উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের পুজো করেছেন। (ছবি-টুইটার)

সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনরা বলতে শুরু করেছেন, মহাকালেশ্বর মন্দিরে নিজের পুরনো ফর্ম ফিরে পাওয়ার জন্য পুজো দিলেন লোকেশ রাহুল। (ছবি-টুইটার)

সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনরা বলতে শুরু করেছেন, মহাকালেশ্বর মন্দিরে নিজের পুরনো ফর্ম ফিরে পাওয়ার জন্য পুজো দিলেন লোকেশ রাহুল। (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply