IND vs AUS: মায়ের অসুস্থতার খবর পেতেই, দিল্লি টেস্টের পর অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন দলের অধিনায়ক প্যাট কামিন্স।
Image Credit source: Twitter
সিডনি: মায়ের অসুস্থতার কারণে বর্ডার গাভাসকর ট্রফির মাঝপথেই দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ইন্দোর টেস্টে ভারতের বিরুদ্ধে তাঁর বদলে অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। এ বার জানা গিয়েছে, চতুর্থ টেস্টের পাশাপাশি ভারতের (India vs Australia) বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজেও হয়তো পাওয়া যাবে না কামিন্সকে। মায়ের অসুস্থতার কারণে ভারতে খেলতে আসার ঝুঁকি নিতে চাইছেন না কামিন্স। অজি অধিনায়কের মা মারিয়া কামিন্স বর্তমানে প্যালিয়েটিভ কেয়ারে রয়েছেন। মায়ের এই কঠিন সময়ে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।
সিডনি মর্নিং হেরল্ডের খবর অনুযায়ী, ভারতের বিরুদ্ধে ২ টো টেস্টে হারের পর ব্যাকফুটে চলে যাওয়া অজি দলের অধিনায়ক প্যাট কামিন্সকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দু’টি বিকল্প দেওয়া হয়। এক, তিনি দেশে ফিরে যেতে পারেন। দুই, বাকি থাকা দু’টি টেস্টে তিনি দলের সঙ্গে থাকতে পারেন। মায়ের অসুস্থতার কারণে, প্রথম বিকল্পটি বেছে নেন প্যাট কামিন্স।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স বলেন, “এই পরিস্থিতিতে আমি ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়, এই সময়ে বাড়িতে থাকাটা ভীষণ প্রয়োজন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে যে সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। একই কথা বলব আমার সতীর্থদের ক্ষেত্রেও। আমার পরিস্থিতিটা বোঝার জন্য সকলকে ধন্যবাদ জানাই।” উল্লেখ্য, মায়ের সঙ্গে দেখা করার পর, ইন্দোর টেস্টের আগে কামিন্সের ভারতে ফিরে আসার কথা ছিল। কিন্তু মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে, তিনি দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি কামিন্স বার্মি আর্মিকে ধন্যবাদ জানিয়েছেন। বার্মি আর্মি হল, ইংল্যান্ড ক্রিকেট দলের এক সমর্থক গ্রুপ। এই দলের সদস্যরা ইংল্যান্ডের ক্রিকেটারদের বিশ্বব্যাপী সমর্থন করে থাকেন। তারা প্যাট কামিন্সের মাকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো শেয়ার করেছিল। যার উত্তরে কামিন্স লেখেন, “বার্মি আর্মি এটা অসাধারণ। ধন্যবাদ। মা এটি দেখে খুব খুশি হয়েছে।”
This is amazing @TheBarmyArmy, thankyou. Mum loved watching this and felt very touched ❤️ https://t.co/A1iwnJSUYn
— Pat Cummins (@patcummins30) February 27, 2023