IND vs AUS, BGT 2023: ইন্দোর টেস্টের আগে অভিনব ফিল্ডিং অনুশীলন স্মিথদের, দেখুন ভিডিয়ো


India vs Australia: দ্বিতীয় টেস্টের এক সপ্তাহ পর ইন্দোরে পৌঁছেছে অজি শিবির। সেখানেই ১ মার্চ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।

ইন্দোর টেস্টের আগে অভিনব ফিল্ডিং অনুশীলন স্মিথদের, দেখুন ভিডিয়ো

Image Credit source: Cricket Australia

ইন্দোর: চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) পরপর দু’টো টেস্টে হেরে আপাতত ব্যাকফুটে অস্ট্রেলিয়া। এ বার ইন্দোর টেস্টের আগে নিজেদের তৈরি করতে অভিনব ফিল্ডিং করলেন স্টিভ স্মিথরা। সিরিজে ফিরতে হলে, ইন্দোর টেস্টে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) জন্য এই টেস্ট সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। এই সিরিজে জিতলে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর রাস্তা সহজ হবে। অন্যদিকে এই সিরিজ অস্ট্রেলিয়া জিতলে, WTC-ফাইনালের জন্য অজিদের জায়গা মজবুত হবে। অজিদের ভারতের মাটিতে পরপর দু’টো টেস্টে হারিয়েছেন রোহিত শর্মারা। তৃতীয় টেস্টে হেরে হারের হ্যাটট্রিক পুর্ণ করতে চান না স্টিভ স্মিথরা। যে কারণে, ইন্দোর টেস্টের আগে অভিনব ফিল্ডিং করতে দেখা গেল ক্যাঙ্গারুদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সেই অভিনব ফিল্ডিং অনুশীলনের ভিডিয়োও তুলে ধরা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ইন্দোর টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথদের ফিল্ডিং অনুশীলনের যে ভিডিয়ো শেয়ার করেছে তাতে দেখা গিয়েছে রোলার, রাগবি বল এবং স্টিল শিটের ব্যবহার। অস্ট্রেলিয়ার সহকারী কোচ আন্দ্রে বোরোভেক দলের নতুন পরিকল্পনার ব্যাপারেও তুলে ধরেছেন। তিনি বলেন, “আমার মনে হয়, স্লিপ প্র্যাক্টিস করার একটা আলাদা গুরুত্ব রয়েছে। ম্যাচের দিন কেমন সারফেস হবে, পরিবেশ কেমন হবে তার একটা ধারণা পাওয়ার জন্য বিভিন্ন ধরণের জিনিস ব্যবহার করা হয়েছে।” তিনি আরও জানান, এই আলাদা ফিল্ডিং অনুশীলনই ক্রিকেটারদের ম্যাচে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করবে। এই অনুশীলন দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতেও সাহায্য করবে বলে মনে করেন অজিদের সহকারী কোচ।

রোহিতদের রান আটকানোর জন্য অভিনব ফিল্ডিং অনুশীলনে রাগবি বল, রোলার ও স্টিল শিট ব্যবহার করেছে অজিরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে অজিদের কোনও কৌশল কাজে লাগেনি। স্মিথদের অতিরিক্ত সুইপ শট খেলার প্রবণতা নিয়েও চর্চা হয়েছিল। দ্বিতীয় টেস্টের এক সপ্তাহ পর ইন্দোরে পৌঁছেছে অজি শিবির। সেখানেই ১ মার্চ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।



Leave a Reply