FIFA Award: বর্ষসেরা মেসি, ভোট দেননি রোনাল্ডো; নেপথ্যে কোন কারণ?


Lionel Messi: জাতীয় টিমের ক্যাপ্টেন ও কোচেদের ভোটের বিচারেই বিভিন্ন বিভাগের সেরা বাছে ফিফা। লিওনেল মেসিকে কারা ভোট দিয়েছেন? সেই তালিকা পুরোপুরি প্রকাশ না হলেও একজন যে দেননি, তা এসেছে সামনে। কে ভোট দিলেন না মেসিকে?

FIFA Award: বর্ষসেরা মেসি, ভোট দেননি রোনাল্ডো; নেপথ্যে কোন কারণ?

প্যারিস: ফিফার বর্ষসেরার অনুষ্ঠান মেসিময়। আর্জেন্টিনার জয়জয়কারও বলা যেতে পারে। বর্ষসেরা কোচ, প্লেয়ার সব পুরস্কার নিয়ে গিয়েছেন আর্জেন্টাইনরা। বর্ষসেরা কোচ লিওনেল স্কলোনি (Lionel Scaloni)। বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। ফিফার বর্ষসেরার পুরস্কারের (FIFA Award) তালিকায় ছিলেন না এক পর্তুগিজ তারকা। স্বাভাবিক ভাবেই তাই তিনি অনুষ্ঠানেও আসেননি। সেই সঙ্গে তিনি নাকি ভোটও দেননি! কে এই মহাতারকা? কেনই বা দিলেন না ভোট? কথা হচ্ছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। ফিফার বর্ষসেরা প্লেয়ার হয়েছেন রোনাল্ডোর অন্যতম প্রতিদ্বন্দ্বী লিও মেসি। আর তাঁকে কিনা ভোট দেননি সিআর সেভেন! যা জানার পর নেটিজ়েনদের চোখ উঠছে কপালে। জানুন বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ফিফার এই বর্ষসেরা পুরস্কার যাঁরা পান, মূলত জাতীয় দলের অধিনায়ক ও কোচেদের ভোটের ভিত্তিতেই তাঁদের নির্বাচন করা হয়। দেশের হয়ে ১৩৬টি ম্যাচে পর্তুগালের হয়ে অধিনায়কত্ব করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রত্যাশিত ছিল তিনিও ভোট দেবেন।কিন্তু তা হয়নি। পর্তুগালের হয়ে ফিফার এই অনুষ্ঠানে ভোট দিয়েছিলেন রোনাল্ডোর বহুদিনের সতীর্থ ব্রাজিলিয়ান কেপলার ল্যাভেরান দে লিমা ফেরেরা কম ওরফে পেপে। গত বছর কাতার বিশ্বকাপের নকআউটে মাঠের চেয়ে বেশি সময় রিজার্ভ বেঞ্চেই ছিলেন ৫ বার ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো। সে রকম ভাবে নিজেকে মেলে ধরতেও পারেননি। সেই রোনাল্ডোর ফিফার বর্ষসেরা পুরস্কারের নির্বাচনে ভোট না দেওয়ার কারণ কী থাকতে পারে?

রোনাল্ডোর চিরপ্রতিপক্ষ মেসি। এমন একটি অনুষ্ঠানে মেসি সেরার সেরা বিবেচিত হলেন, সেই অনুষ্ঠানের সম্ভাব্য জয়ীদের তালিকায় নাম পর্যন্ত নেই রোনাল্ডোর।পাঁচ বার ব্যালন ডি অর জয়ী ফুটবলারের ক্ষেত্রে এটি বেশ লজ্জার। সেটা আগে থেকেই কি বুঝে গিয়েছিলেন রোনাল্ডো? তাই ভোট দেওয়ার পাশাপাশি ফিফার অনুষ্ঠানেও যোগ দেননি? কারণ যাই হোক না কেন, সিআর সেভেনকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন অনেকেই।

Leave a Reply