Smallest Test Victories: টেস্ট না টি-২০ ধরতে পারবেন না! সবচেয়ে কম রানের ব্যবধানে কিছু রোমাঞ্চকর জয়


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 28, 2023 | 4:18 PM

Test Cricket: নিউজিল্যান্ড সফরে দু’টি টেস্ট ম্যাচে খেলার কথা ছিল বেন স্টোকসের ইংল্যান্ডের। সিরিজের ফল ১-১। প্রথম টেস্টে কিউয়িদের হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে রীতিমতো অঘটন ঘটিয়ে জিতেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে কিউয়িরা ওয়েলিংটনে মাত্র ১ রানে জিতেছে। ছবিতে দেখুন সবচেয়ে কম রানের ব্যবধানে কিছু রোমাঞ্চকর টেস্ট জয়।

Feb 28, 2023 | 4:18 PM

রোমাঞ্চকর টেস্টে কিউয়িদের দারুণ জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে মাত্র ১ রানের ব্যবধানে জিতে শোরগোল ফেলে দিয়েছে নিউজিল্যান্ড। অতীতে বেশ কয়েকটি টেস্ট ম্যাচে মাত্র ১, ২, ৩, ৪ রানের ব্যাবধানে জিতেছে বেশ কয়েকটি দল। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট টুইটার)

রোমাঞ্চকর টেস্টে কিউয়িদের দারুণ জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে মাত্র ১ রানের ব্যবধানে জিতে শোরগোল ফেলে দিয়েছে নিউজিল্যান্ড। অতীতে বেশ কয়েকটি টেস্ট ম্যাচে মাত্র ১, ২, ৩, ৪ রানের ব্যাবধানে জিতেছে বেশ কয়েকটি দল। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট টুইটার)

মাত্র ১ রান... টেস্ট ক্রিকেটে মাত্র ১ রানের ব্যবধানে জেতা দল শুধু নিউজিল্যান্ড নয়। ১৯৯৩ সালে এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ রানের ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। (ছবি-টুইটার)

মাত্র ১ রান… টেস্ট ক্রিকেটে মাত্র ১ রানের ব্যবধানে জেতা দল শুধু নিউজিল্যান্ড নয়। ১৯৯৩ সালে এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ রানের ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। (ছবি-টুইটার)

মাত্র ২ রান... ২০০৫ সালে অস্ট্রেলিয়া ২ রানের ব্যবধানে এক টেস্ট ম্যাচে হেরেছিল। বার্মিংহ্যামে হওয়া সেই টেস্টে অজিদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। (Pic Courtesy - ESPNcricinfo)

মাত্র ২ রান… ২০০৫ সালে অস্ট্রেলিয়া ২ রানের ব্যবধানে এক টেস্ট ম্যাচে হেরেছিল। বার্মিংহ্যামে হওয়া সেই টেস্টে অজিদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। (Pic Courtesy – ESPNcricinfo)

মাত্র ৩ রান... টেস্ট ক্রিকেটে ৩ রানের ব্যবধানে হেরে যাওয়া দু'টি দল হল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। প্রথমে ১৯০২ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ রানের মার্জিনে জিতেছিল অস্ট্রেলিয়া। তার ৮০ বছর পর ১৯৮২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ৩ রানের মার্জিনে হারিয়েছিল ইংল্যান্ড। (Pic Courtesy - ESPNcricinfo)

মাত্র ৩ রান… টেস্ট ক্রিকেটে ৩ রানের ব্যবধানে হেরে যাওয়া দু’টি দল হল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। প্রথমে ১৯০২ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ রানের মার্জিনে জিতেছিল অস্ট্রেলিয়া। তার ৮০ বছর পর ১৯৮২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ৩ রানের মার্জিনে হারিয়েছিল ইংল্যান্ড। (Pic Courtesy – ESPNcricinfo)

মাত্র ৪ রান... ২০১৮ সালে আবু ধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে ৪ রানের মার্জিনে এক টেস্ট ম্যাচে জিতেছিল নিউজিল্যান্ড। (Pic Courtesy - ESPNcricinfo)

মাত্র ৪ রান… ২০১৮ সালে আবু ধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে ৪ রানের মার্জিনে এক টেস্ট ম্যাচে জিতেছিল নিউজিল্যান্ড। (Pic Courtesy – ESPNcricinfo)

মাত্র ৫ রান... প্রোটিয়াদের কাছে মাত্র ৫ রানের ব্যবধানে হেরেছিল অজিরা। সিডনিতে ১৯৯৪ সালে সেই টেস্টে ৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। (Pic Courtesy - ESPNcricinfo)

মাত্র ৫ রান… প্রোটিয়াদের কাছে মাত্র ৫ রানের ব্যবধানে হেরেছিল অজিরা। সিডনিতে ১৯৯৪ সালে সেই টেস্টে ৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। (Pic Courtesy – ESPNcricinfo)

মাত্র ৬ রান... ১৩৮ বছর আগে, ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে সিডনিতে ইংল্যান্ডকে ৬ রানে এক টেস্টে হারিয়েছিল অস্ট্রেলিয়া। (Pic Courtesy - ESPNcricinfo)

মাত্র ৬ রান… ১৩৮ বছর আগে, ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে সিডনিতে ইংল্যান্ডকে ৬ রানে এক টেস্টে হারিয়েছিল অস্ট্রেলিয়া। (Pic Courtesy – ESPNcricinfo)

মাত্র ৭ রান... ১৮৮২, ২০০০ ও ২০১১ সালে যথাক্রমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া এই তিনটি দল ৭ রানের ব্যবধানে টেস্ট ম্যাচে হেরেছিল। লন্ডনের ওভালে অজিদের হারিয়েছিল ইংল্যান্ড। কান্ডিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং হোবার্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল নিউজিল্যান্ড। (Pic Courtesy - ESPNcricinfo)

মাত্র ৭ রান… ১৮৮২, ২০০০ ও ২০১১ সালে যথাক্রমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া এই তিনটি দল ৭ রানের ব্যবধানে টেস্ট ম্যাচে হেরেছিল। লন্ডনের ওভালে অজিদের হারিয়েছিল ইংল্যান্ড। কান্ডিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং হোবার্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল নিউজিল্যান্ড। (Pic Courtesy – ESPNcricinfo)


Most Read Stories

Leave a Reply