Smriti Mandhana: স্মৃতির সিক্রেট ফাঁস! সুন্দরী ওপেনারের জীবনে ফাগুনের ‘পলাশ’ Post author:admin Post published:February 28, 2023 Post category:Sports Post comments:0 Comments TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji Updated on: Feb 28, 2023 | 10:00 AM ছুপানা ভি নেহি আতা…জতানা ভি নেহি আতা। প্রেম করছেন চুপিচুপি। এত লুকোছাপার পরও প্রেমিককে লুকিয়ে রাখতে পারলেন কই। ধরা পড়ে গেলেন ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানা। Feb 28, 2023 | 10:00 AM তাঁর প্রাণখোলা, নিস্পাপ হাসি দেখে মনে হবে না এই মিষ্টি মেয়েটিই বাইশ গজে ব্যাট হাতে বিধ্বংসী। কথা হচ্ছে ভারতের মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানার। যাঁর অনুরাগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিশ্বকাপ জিতুক বা নাই জিতুক, দেশের মহিলা ক্রিকেটের সুপারস্টার স্মৃতি। (ছবি:ইনস্টাগ্রাম) সুন্দরী স্মৃতি ভুরি ভুরি প্রেম প্রস্তাব পাবেন, এতে আর আশ্চর্যের কী? কিন্তু লাখো অনুরাগীর হৃদয়ে স্থান যাঁর সেই স্মৃতির হৃদয় কে চুরি করেছেন জানেন? (ছবি:ইনস্টাগ্রাম) হ্যাঁ, ঠিকই ধরেছেন। ডুবে ডুবে প্রেম করছেন ভারতীয় দলের তারকা ওপেনার। স্মৃতির প্রেম আজকের নয়, বেশ পুরনো। (ছবি:ইনস্টাগ্রাম) এতটা পড়েই স্মৃতি মান্ধানার অনুরাগীদের মন খারাপ হতে বাধ্য। ফ্যানদের হৃদয় ভেঙে এক উঠতি পরিচালক ও বলিউডের সুরকারের সঙ্গে প্রেম করছেন তারকা ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম) স্মৃতির বয়ফ্রেন্ডের নাম পলাশ মুচ্ছল। বলিউডের প্লে ব্যাক সিঙ্গার পলক মুচ্ছলের ভাই। দিদির মতোই খুব ছোট বয়স থেকে গান, সুরের পরিবেশে বড় হয়েছেন পলাশ। (ছবি:ইনস্টাগ্রাম) বলিউডের সর্বকনিষ্ঠ মিউজিক কম্পোজার হিসেবে ওয়ার্ল্ড গোল্ডেন বুকে নাম রয়েছে পলাশের। বর্তমানে তিনি সিনেমা পরিচালনায় হাত পাকাচ্ছেন। (ছবি:ইনস্টাগ্রাম) স্মৃতি ও পলাশ নিজ নিজ ক্ষেত্রে ভীষণ সফল। দুটি আলাদা জগতের মানুষ কীভাবে একে অপরের প্রেমে পড়লেন তা জানা যায়নি। দু’জনেই মারোয়ারি পরিবারের সন্তান। স্মৃতি মহারাষ্ট্রের, পলাশ ইন্দোরের ছেলে। (ছবি:ইনস্টাগ্রাম) স্মৃতি মান্ধানা সম্পর্কের কথা স্বীকার না করলেও পলাশের ইনস্টাগ্রাম ঘাঁটলেই প্রেমটা আন্দাজ করা যায়। পলাশের পরিবারের সঙ্গেও স্মৃতির সম্পর্ক খুব ভালো। পলক মুচ্ছলের বিয়েতে ক্রিকেটারকে সেজেগুজে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম) কিছুদিন আগে যুগলে জম্মু ও কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। একসঙ্গে ছবি পোস্ট না করলেও একই লোকেশনে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে দু’জন ছবি পোস্ট করায় বিষয়টি জলের মতো পরিষ্কার। (ছবি:ইনস্টাগ্রাম) স্মৃতির ছবির মতোই একই লাইট পোস্টের নীচে দাঁড়িয়ে শাহরুখ খানের ভঙ্গিতে পোজ দিয়েছেন পলাশ। (ছবি:ইনস্টাগ্রাম) স্মৃতির সবচেয়ে বড় অনুরাগী হলেন পলাশ। বান্ধবীকে সাপোর্ট করতে স্টেডিয়ামে পৌঁছে যান। স্মৃতির নামের জার্সি গায়ে গলিয়ে নেন। পলাশের বাঁ হাতে ‘SM18’ লেখা বড় ট্যাটু রয়েছে। নিন্দুকেরা বলেন, স্মৃতি মান্ধানার নামের আদ্যক্ষর এবং জার্সি নম্বর দিয়ে তৈরি ওই ট্যাটু।(ছবি:ইনস্টাগ্রাম) Most Read Stories Tags: Bollywood, bollywood স্মৃতি মান্ধানা, Cricket, Palaash Muchhal, Palash Muchhal, Smriti dating Palaash, Smriti mandhana, Smriti Mandhana boyfriend, পরিচালকের সঙ্গে প্রেম স্মৃতির, পলাশ মুচ্ছল, পলাশ মুচ্ছলের সঙ্গে প্রেম স্মৃতির, প্রেম করছেন স্মৃতি মান্ধানা, স্মৃতি পলাশ, স্মৃতি মান্ধানার বয়ফ্রেন্ড Read more articles Previous Postঅজি শিবিরে বড় ধাক্কা! BGT-র বাকি টেস্টের পাশাপাশি ওডিআই সিরিজেও হয়তো নেই কামিন্স Next PostRacism: বর্ণবিদ্বেষ! রফিকের পাশে দাঁড়িয়ে মাইকেল ভনকে দুষলেন কে? You Might Also Like ভিডিয়ো: বাবা হচ্ছেন অক্ষর প্যাটেল, ঘটা করে হল স্ত্রী মেহার সাধের অনুষ্ঠান October 8, 2024 লক্ষীরতনই বাংলার কোচ, সহকারী সৌরাশিস July 26, 2022 Thomas Cup: পাঁচ সাহসী ছেলের গল্প চিরকাল শোনাবে খেলার ইতিহাস May 16, 2022 Leave a Reply Cancel replyCommentEnter your name or username to comment Enter your email address to comment Enter your website URL (optional) Save my name, email, and website in this browser for the next time I comment.