অধিনায়কের নড়বড়ে হাঁটু, অ্যাসেজের আগে চিন্তায় ইংল্যান্ড


Ashes 2023: কোচ ব্রেন্ডন ম্যাকালামের অধীনে ‘বাজবল’ ক্রিকেটে বেশ সাফল্য পেয়েছে ইংল্যান্ড ।এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর ভর করে ২০২১-২২ সালের অ্যাসেজের বদলা নিতে মরিয়া ইংল্যান্ড। গত অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে ০-৪ ব্য়বধানে হেরেছিল ইংল্যান্ড।

ওয়েলিংটন: ঐতিহাসিক একটা টেস্ট ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার মাত্র ১ রানের ব্য়বধানে ম্যাচের ফয়সালা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাত্র এক রানে হেরেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। সিরিজ ড্র হয়েছে। দ্বিতীয় টেস্টে ফলো অন করিয়েও ম্যাচ হেরেছে ইংল্যান্ড। সে বিষয়ে সামান্যতম আক্ষেপও নেই অধিনায়ক বেন স্টোকসের। ক্রিকেট প্রেমীরা একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখার সুযোগ পাওয়ায় আনন্দই প্রকাশ করেছিলেন। বরং চিন্তার বিষয় হল তাঁর বাঁ পায়ের হাঁটু। চোট নিয়েই গত দুটি টেস্ট খেলেছেন। কিছুটা অস্বস্তিতেও দেখিয়েছিল তাঁকে। এ মাসেই আইপিএল খেলতে ভারতে আসবেন বেন স্টোকস। তার ওপর জুন মাসে রয়েছে অ্যাসেজ সিরিজ। সবমিলিয়ে চোটগ্রস্থ স্টোকসের সামনে এখন কঠিন পরীক্ষা। আইপিএলের চাপ সামলে, হাঁটুর চোট সারিয়ে, অ্যাসেজ খেলতে যাওয়ার পরীক্ষায় কি উত্তীর্ণ হতে পারবেন স্টোকস? বিস্তারিত TV9Bangla-য়।

গতবছর থেকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন বেন স্টোকস। এর মধ্যে ১২টি টেস্টের মধ্যে ১০টি টেস্ট জিতেছে ইংল্যান্ড। সাফল্য়ের গৌরবের মাছে স্টোকসকে বেশ সমস্যায় রেখেছে তাঁর বাঁ পায়ের হাঁটু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র দু-ওভার বোলিং করেছেন তিনি। পায়ের যন্ত্রণা নিয়ে ব্যাট হাতেও মূল্যবান ৬০ রান করেন। কিউয়িদের ফলো অন করানোর পর বেশ চাপে ছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিলেন কেন উইলিয়ামসনরা। এই সময় মাঠে বেন স্টোকসের বোলিংয়ের প্রয়োজন ছিল। কিন্তু চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করতেই পারেননি ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস।

জুন মাসে শুরু হতে চলেছে অ্যাসেজ। এই সিরিজের গুরুত্ব কারও অজানা নয়। প্রতিদ্বন্দ্বিতার অন্যতম উদারণ অ্যাসেজ সিরিজ। তার মধ্যেই এ মাসে রয়েছে আইপিএল। প্রায় দু মাসের প্রতিযোগিতা। হাঁটুর চোট সারিয়ে কতটা সুস্থ হতে পারবেন তিনি? এ প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বিশেষ পরামর্শ দিয়েছেন বেন স্টোকসকে। অ্যাসেজের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে আইপিএল না খেলার পরামর্শ দিয়েছেন স্টোকসকে। ইংল্য়ান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস অবশ্য বলছেন, “ফিজিও এবং ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছি। যাতে পুনরায় আগের ছন্দে বল করতে পারি সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি”।

কোচ ব্রেন্ডন ম্যাকালামের অধীনে ‘বাজবল’ ক্রিকেটে বেশ সাফল্য পেয়েছে ইংল্যান্ড ।এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর ভর করে ২০২১-২২ সালের অ্যাসেজের বদলা নিতে মরিয়া ইংল্যান্ড। গত অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে ০-৪ ব্য়বধানে হেরেছিল ইংল্যান্ড।

Leave a Reply