আউট, অথচ আউট নন! নীতিনের তিন সিদ্ধান্তে তোলপাড় ইন্দোর


মাঠে অনেক সময়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন আম্পায়াররা। তার জন্য ভুগতে হয় কোনও একটা টিমকে। কিন্তু একই আম্পায়ার পর পর তিনটে আউটের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এমন কি চট করে দেখা যায়? ইন্দোরে ঘটল তাই!

Image Credit source: Twitter

নয়াদিল্লি: চলছে বর্ডার-গাভাসকর (Border- Gavaskar Trophy) ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনই আম্পায়ারিং নিয়ে তীব্র বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রে এক ভারতীয় আম্পায়ারই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনটে ভুল আউট দিয়েছেন। টসে জিতে ব্যাটিং করছে ভারত। ইতিমধ্যেই স্পিন বোলিং কার্যকর হয়েছে অজিদের। মধ্যাহ্নভোজের বিরতির আগে সাতজন ভারতীয় ব্যটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে ফেলেছে তারা। ৭টি উইকেটই এসেছে স্পিন বোলিং থেকে। ইন্দোরের পিচে বল যেভাবে ঘুরছে, তা দেখে ব্যাটার থেকে আম্পায়ার প্রত্যেকেই চমকে যাচ্ছেন। এমনকি চমকে গিয়ে প্রথম সেশনেই তিন তিনটি ভুল করে বসলেন আম্পায়ার নীতিন মেনন (Nitin Menon)। কী সেই ভুলগুলি? TV9 Banglaয় বিস্তারিত।

ম্যাচের প্রথম বলেই রোহিত শর্মার ব্যাট ছুঁয়ে বল যায় উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারির হাতে। স্টার্কের সেই ডেলিভারিতেই আউট ছিলেন হিটম্যান। অজিদের জোরালো আবেদনে আউট দেননি আম্পায়ার নিতিন মেনন। অধিনায়ক স্মিথকে ডিআরএস এর জন্য রাজিও করাতে পারেননি স্টার্ক। পরে রিপ্লেতে দেখা যায় রোহিত আউট ছিলেন। সেই ওভারেই চতুর্থ বলে স্টার্কের আর একটি বল রোহিতের প্যাডে লাগে। সেই বলেও জোরালো আবেদন করলে আবারও নট আউট দেন আম্পায়ার নীতিন মেনন।এবারও ডিআরএস নেননি স্মিথ। এ ক্ষেত্রেও রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন রোহিত। এই দুটি ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত দেন নীতিন মেনন।

শুধু তাই নয় ১১তম ওভারে বল করছিলেন নাথন লিয়ঁ। ওভারের চতুর্থ বলে জাদেজার পায়ে বল লাগে। জোরালো আবেদন করেন বোলার ও অন্যান্য ফিল্ডাররা। এ বারও আম্পায়ার ছিলেন মেনন। অবশ্য এ বার তিনি আউট দেন। তৎক্ষণাৎ রিভিউ নেন জাদেজা। কিন্তু দুর্ভাগ্যজক ভাবে এ বারও ভুল প্রমাণিত হন নিতিন মেনন। রিপ্লেতেতে দেখা যায় বল প্রথমে ব্যাটে লেগে পরে প্যাডে লেগেছে। সুতরাং নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। অর্থাৎ এই তিনবারই ভুল সিদ্ধান্ত দিলেন নীতিন মেনন। এ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন তিনি। দিল্লি টেস্টেও বিরাট কোহলির সঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছিল। যদিও সে ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল থার্ড আম্পায়ারের।

Leave a Reply