বছর চব্বিশের করমন কৌর গুনে গুনে দশ গোল দিতে পারেন অভিনেত্রীদের


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 01, 2023 | 9:00 AM

Indian Tennis Star: করমন কৌর থান্ডি (Karman Kaur Thandi), ইনি হলেন ভারতীয় টেনিস সুন্দরী। বছর চব্বিশের এই সুন্দরীকে ভারতের উঠতি টেনিস স্টার হিসেবে ধরা হচ্ছে। দিল্লির এই সুন্দরী টেনিস প্লেয়ারের ডব্লিউটিএ ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০০-র মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। চিনে নিন এই সুন্দরীকে…

Mar 01, 2023 | 9:00 AM

করমন কৌর থান্ডিকে (Karman Kaur Thandi) বলা হচ্ছে ভারতের নয়া টেনিস (Tennis) সেনসেশন। নয়াদিল্লিতে ১৯৯৮ সালের ১৬ জুন তাঁর জন্ম। ভারতের রানমেশিন বিরাট কোহলির শহরেই বেড়ে ওঠা করমনের। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

করমন কৌর থান্ডিকে (Karman Kaur Thandi) বলা হচ্ছে ভারতের নয়া টেনিস (Tennis) সেনসেশন। নয়াদিল্লিতে ১৯৯৮ সালের ১৬ জুন তাঁর জন্ম। ভারতের রানমেশিন বিরাট কোহলির শহরেই বেড়ে ওঠা করমনের। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

মাত্র আট বছর বয়সে টেনিসে হাতেখড়ি হয় করমন কৌর থান্ডির। ছেলেবেলা থেকেই বাবা-মাকে পাশে পেয়েছেন করমন। বছর চব্বিশের করমনের উচ্চতা ৬ ফুট। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

মাত্র আট বছর বয়সে টেনিসে হাতেখড়ি হয় করমন কৌর থান্ডির। ছেলেবেলা থেকেই বাবা-মাকে পাশে পেয়েছেন করমন। বছর চব্বিশের করমনের উচ্চতা ৬ ফুট। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

রাউন্ডগ্লাস টেনিস অ্যাকাডেমি থেকে অতীতে প্রশিক্ষণ নিয়েছেন করমন। সেখানে তিনি ভারতের অন্যতম জনপ্রিয় টেনিস প্রশিক্ষক আদিত্য সচদেবের কাছে অনুশীলন করেছেন। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

রাউন্ডগ্লাস টেনিস অ্যাকাডেমি থেকে অতীতে প্রশিক্ষণ নিয়েছেন করমন। সেখানে তিনি ভারতের অন্যতম জনপ্রিয় টেনিস প্রশিক্ষক আদিত্য সচদেবের কাছে অনুশীলন করেছেন। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

আন্তর্জাতিক স্তরে করমনের অভিষেক হয় ২০১৪ সালে। দিল্লিতে আইটিএফ উইমেন্স সার্কিট টুর্নামেন্টে প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলেন করমন। জুনিয়র স্তরে ভারতের হয়ে চারটি গ্র্যান্ড স্লামেই প্রতিনিধিত্ব করেছেন করমন কৌর। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

আন্তর্জাতিক স্তরে করমনের অভিষেক হয় ২০১৪ সালে। দিল্লিতে আইটিএফ উইমেন্স সার্কিট টুর্নামেন্টে প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলেন করমন। জুনিয়র স্তরে ভারতের হয়ে চারটি গ্র্যান্ড স্লামেই প্রতিনিধিত্ব করেছেন করমন কৌর। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

আন্তর্জাতিক স্তরে অভিষেক হওয়ার ৪ বছরের মধ্য়ে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছিলেন করমন কৌর। ২০১৮ সালের ২০ অগস্ট মেয়েদের সিঙ্গলসের ব়্যাঙ্কিংয়ে সবচেয়ে সেরা (১৯৬) স্থানে পৌঁছেছিলেন করমন কৌর থান্ডি। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

আন্তর্জাতিক স্তরে অভিষেক হওয়ার ৪ বছরের মধ্য়ে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছিলেন করমন কৌর। ২০১৮ সালের ২০ অগস্ট মেয়েদের সিঙ্গলসের ব়্যাঙ্কিংয়ে সবচেয়ে সেরা (১৯৬) স্থানে পৌঁছেছিলেন করমন কৌর থান্ডি। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

ষষ্ঠ ভারতীয় টেনিস তারকা হিসেবে করমন কৌর উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের ব়্যাঙ্কিংয়ের ২০০ নম্বরের মধ্যে ঢুকেছিলেন। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

ষষ্ঠ ভারতীয় টেনিস তারকা হিসেবে করমন কৌর উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের ব়্যাঙ্কিংয়ের ২০০ নম্বরের মধ্যে ঢুকেছিলেন। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

২০১৮ সালে কাজাখস্তানের বিরুদ্ধে ফেড কাপে অভিষেক হয় করমন কৌরের। সেখানে তিনি বিশ্বের ৫৫ নম্বর জারিনা ডিয়াসকে হারিয়ে দিয়েছিলেন। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

২০১৮ সালে কাজাখস্তানের বিরুদ্ধে ফেড কাপে অভিষেক হয় করমন কৌরের। সেখানে তিনি বিশ্বের ৫৫ নম্বর জারিনা ডিয়াসকে হারিয়ে দিয়েছিলেন। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন করমন কৌর। সেখানে তিনি সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। তিনি আইটিএফ সিঙ্গল ও ডবলস খেতাব জিতেছেন। বর্তমানে করমন কৌর কানাডা, স্পেন এবং ইতালিতে অনুশীলন করেন। চোট আঘাতের সমস্যা বারবার ভুগিয়েছে করমনকে। তা সত্ত্বেও দিল্লির এই সুন্দরী টেনিস প্লেয়ারের ডব্লিউটিএ ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০০-র মধ্যে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে টেনিস মহল। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)

২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন করমন কৌর। সেখানে তিনি সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। তিনি আইটিএফ সিঙ্গল ও ডবলস খেতাব জিতেছেন। বর্তমানে করমন কৌর কানাডা, স্পেন এবং ইতালিতে অনুশীলন করেন। চোট আঘাতের সমস্যা বারবার ভুগিয়েছে করমনকে। তা সত্ত্বেও দিল্লির এই সুন্দরী টেনিস প্লেয়ারের ডব্লিউটিএ ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০০-র মধ্যে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে টেনিস মহল। (ছবি-করমন কৌর থান্ডি ইন্সটাগ্রাম)


Most Read Stories

Leave a Reply