রঞ্জি ফাইনালে ব্যর্থ, ইরানি কাপে সেঞ্চুরি হাঁকালেন অভিমন্যু


Irani Cup: অবশিষ্ট ভারতের হয়ে একাদশে সুযোগ পাননি বাংলার দুই ক্রিকেটার সুদীপ ঘরামি ও আকাশ দীপ। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন এই দু-জন। এ নিয়ে ক্ষুব্ধ বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

Image Credit source: twitter

গোয়ালিয়র: রঞ্জি ট্রফি ফাইনালে এমনই একটা ইনিংসের প্রত্য়াশা ছিল। যদিও তা পূরণ হয়নি। দুই ইনিংসেই ব্য়র্থ। ব্য়াটিং বিপর্যয়ে বাংলার রঞ্জি জয়ের অপেক্ষা মেটেনি। এ বারও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। রঞ্জি ফাইনালে না পারলেও ইরানি ট্রফিতে সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকালেন বাংলার ওপেনার অভিমন্য়ু ঈশ্বরণ। ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত নাম। জাতীয় দলে অভিষেক না হলেও বেশ কয়েক বার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কোয়াডে অবশ্য় জায়গা হয়নি। তারই জবাব যেন দিলেন ইরানি কাপে। গত বারের রঞ্জি চ্য়াম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে অবশিষ্ট ভারত একাদশের হয়ে ইরানি কাপের (Irani Cup) প্রথম দিনই সেঞ্চুরি হাঁকালেন অভিমন্যু ঈশ্বরণ। বিস্তারিত TV9Bangla-য়।

সদ্য শেষ হওয়া রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের খেলার সময় বাংলাদেশ সফরে ছিলেন অভিমন্য়ু। ভারত ‘এ’ দলের নিয়মিত সদস্য। বাংলাদেশে এ দলের হয়ে চোখ ধাঁধানো পারফরম্য়ান্সে টেস্ট স্কোয়াডেও ছিলেন। বাংলাদেশ থেকে ফিরে রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভালো খেলছিলেন। ফাইনালে রান না পেলেও তার আগে অবধি ধারাবাহিকতা বজায় রেখেছেন। ইরানি কাপের প্রথম দিনের শেষে অবশিষ্ট ভারত একাদশ মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান তুলে নিয়েছে। মাত্র ৬৫ বলে অর্ধশতরান পূরণ করেন অভিমন্যু। শতরানেও আটকে থাকেনি তাঁর ইনিংস। ব্য়ক্তিগত ১৫৪ রানে দুর্ভাগ্য়জনক ভাবে রান আউট হয়ে ফেরেন অভিমন্যু।

অবশিষ্ট ভারতের হয়ে একাদশে সুযোগ পাননি বাংলার দুই ক্রিকেটার সুদীপ ঘরামি ও আকাশ দীপ। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন এই দু-জন। এ নিয়ে ক্ষুব্ধ বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। বলেছেন, ‘একাদশ বাছাই অবাক করেছে। বাংলার সুদীপ ঘরামি এ বারের রঞ্জিতে ৮০০-র বেশি রান করেছে। পেসার আকাশদীপ ৪০টির বেশি উইকেট নিয়েছেন। তারপরও ওদের সুযোগ না পাওয়া অবাক করেছে।’

Leave a Reply