Ind vs Aus, BGT 2023: চার উইকেট নিয়ে লড়লেন জাডেজা, ইন্দোর টেস্টে প্রবল চাপে ভারত


India vs Australia 3rd Test: প্রথম দুটি টেস্টে অস্ট্রেলিয়াকে স্পিন অস্ত্রে ঘায়েল করেছিল ভারত। ইন্দোরের স্পিন সহায়ক উইকেটে ভারতের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ল তাসের ঘরের মতো।

Image Credit source: Twitter

ইন্দোর: দিল্লি ও নাগপুর টেস্টে উল্টো ছবি ইন্দোরে। হোলকার স্টেডিয়াম ভারতের সবচেয়ে পয়া স্টেডিয়াম বলে ধরা হয়। পরিসংখ্যান বলছেন, এখানে কোনওদিন ম্যাচ হারেনি ভারত। সেই মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দিনের পারফরম্যান্সেই যেন সিঁদুরে মেঘ দেখছেন ভারতীয় সমর্থকরা। প্রথম দুটি টেস্টে অস্ট্রেলিয়াকে স্পিন অস্ত্রে ঘায়েল করেছিল ভারত। ইন্দোরের স্পিন সহায়ক উইকেটে ভারতের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ল তাসের ঘরের মতো। ম্যাথু কুহেনম্যান, নাথান লিয়ঁরা একমুহূর্ত স্বস্তিতে থাকতে দিলেন না ভারতীয়দের (Ind vs Aus)। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। প্রথম ইনিংসে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেট হারিয়ে ১৫৬। ৪৭ রানে এগিয়ে বিপক্ষ। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-য়।  

বুধবার ইন্দোরে ম্যাচ শুরুর এক ঘণ্টার মধ্যেই পাঁচটি উইকেট হারায় ভারত। প্রথম আঘাত হানেন ম্যাথু কুহেনম্যান। অধিনায়ক রোহিত শর্মাকে (১২) ফিরিয়ে। রোহিতের পথ ধরেন শুভমনও (২১)। তরুণ ব্যাটার সীমিত ওভারের ফরম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন। যদিও ইন্দোরে প্রথম ইনিংসে ভরসা দিতে পারল না গিলের ব্যাট। চেতেশ্বর পূজারার বাজে ফর্মের ধারা বজায় থাকল এদিনও। মাত্র ১ রানে লিঁয়র শিকার হন তিনি। মাত্র ৩৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ভারত। ধুমধাড়াক্কা শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন রবীন্দ্র জাডেজাও। এরপর বিরাট কোহলি ও শ্রীকর ভরত মিলে দলের স্কোর ৫০-এর উপরে নিয়ে যান। শ্রেয়স আইয়ার (০) এদিনও ব্যর্থ। এলেন আর ফিরলেন। ৫২ বলে ২২ রান করে টড মার্ফির শিকান হন বিরাট। শ্রীকর ভরতকে (১৭) ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন লিয়ঁ। লাঞ্চ বিরতি পর্যন্ত ৭ টি উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সাতটিই স্পিনারদের। লাঞ্চের পর বাকি তিনটে উইকেট ফেলতে বেশি দেরী করলেন না অজি বোলাররা। ম্যাথু কুহেনম্যান, নাথান লিয়ঁরা ভারতের ব্যাটারদের এক মুহূর্তে স্বস্তিতে থাকতে দিলেন না।পেসাররা মাত্র ৭ ওভার বল করলেন। প্রথম ইনিংসে কুহেনম্যান নেন পাঁচ উইকেট।

যে উইকেটে ভারতের ব্যাটিং ধসে পড়ল সেখানেই দাঁতে দাঁত চেপে লড়াই করলেন উসমান খোয়াজা, মার্নাস লাবুশেনরা। ম্যাচের শুরুতেই ট্রাভিস হেডের (৯) উইকেট নেন রবীন্দ্র জাডেজা। নো বলের কারণে দ্বিতীয় উইকেট হাতছাড়া করেন। দ্বিতীয় সেশনে আর উইকেট ফেলতে পারেনি ভারত। তৃতীয় সেশনে লাবুশেনকে (৩১) ফেরান জাডেজা। খোয়াজার লড়াই ছিল দেখার মতো ১৪৭ বলে ৬০ রান করে জাড্ডুর শিকার হন। দিনের শেষ স্টিভ স্মিথ সাজঘরে ফিরে গিয়েছেন। চারটি উইকেট নিলেন জাডেজা। এদিন আন্তর্জাতির ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করলেন তিনি। একইসঙ্গে ৫০০ উইকেট ও ৫০০০ রানের কৃৃতিত্বের অধিকারী হলেন তিনি।

অস্ট্রেলিয়ার হাতে এখনও ৬ উইকেট রয়েছে। বড় রানের লক্ষ্যে ঝাঁপাবে তাঁরা। দ্বিতীয় দিনের প্রথম সেশন গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য। দ্রুত উইকেট ফেলতে না পারলে ইন্দোর টেস্টে বিপদে পড়ে যাবে ভারত।

Leave a Reply