IPL: আইপিএলে যতজন অরেঞ্জ ক্যাপ জিতেছেন, মনে আছে? দেখে নিন ছবিতে…


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Mar 01, 2023 | 7:00 AM

IPL Orange Cap: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরও একটা সংস্করণ আসছে। চার-ছক্কার বন্য়া দেখা যাবে। কেউ বা ব্য়াট হাতে নায়ক হয়ে উঠবেন! অনেকেই ফ্লপ করবেন। প্রতি সংস্করণেই আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী জিতে থাকেন অরেঞ্জ ক্য়াপ। ২০০৮-এর উদ্বোধনী আইপিএল থেকে এখনও পর্যন্ত কারা এই পুরস্কার জিতেছেন, মনে পড়ে?

Mar 01, 2023 | 7:00 AM

আইপিএলের উদ্বোধনী সংস্করণ অর্থাৎ ২০০৮ সালে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন শন মার্শ। কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) এই ব্য়াটার মোট ৬১৬ রান করেছিলেন। (ছবি:টুইটার)

আইপিএলের উদ্বোধনী সংস্করণ অর্থাৎ ২০০৮ সালে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন শন মার্শ। কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) এই ব্য়াটার মোট ৬১৬ রান করেছিলেন। (ছবি:টুইটার)

পরের আইপিএল অর্থাৎ ২০০৯ সালেও এই পুরস্কার জেতেন এক অজি ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৭২ রান করে অরেঞ্জ ক্য়াপ জিতেছিলেন ম্য়াথিউ হেডেন। (ছবি:টুইটার)

পরের আইপিএল অর্থাৎ ২০০৯ সালেও এই পুরস্কার জেতেন এক অজি ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৭২ রান করে অরেঞ্জ ক্য়াপ জিতেছিলেন ম্য়াথিউ হেডেন। (ছবি:টুইটার)

ভারতীয়দের মধ্য়ে প্রথম বার অরেঞ্জ ক্য়াপ জেতেন সচিন তেন্ডুলকর। ২০১০ আইপিএলে ৬১৮ রান করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। (ছবি:টুইটার)

ভারতীয়দের মধ্য়ে প্রথম বার অরেঞ্জ ক্য়াপ জেতেন সচিন তেন্ডুলকর। ২০১০ আইপিএলে ৬১৮ রান করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। (ছবি:টুইটার)

ক্য়ারিবিয়ান বিধ্বংসী ব্য়াটার ক্রিস গেইল একাধিকবার অরেঞ্জ ক্য়াপ জিতেছেন। দু-বারই রয়্যাল চ্য়ালেঞ্জার্সের হয়ে। ২০১১ সালে ৬০৮ এবং পরের আইপিএলে ৭৩৩ রান করেছিলেন ক্রিস গেইল। (ছবি:টুইটার)

ক্য়ারিবিয়ান বিধ্বংসী ব্য়াটার ক্রিস গেইল একাধিকবার অরেঞ্জ ক্য়াপ জিতেছেন। দু-বারই রয়্যাল চ্য়ালেঞ্জার্সের হয়ে। ২০১১ সালে ৬০৮ এবং পরের আইপিএলে ৭৩৩ রান করেছিলেন ক্রিস গেইল। (ছবি:টুইটার)

এরপর অরেঞ্জ ক্য়াপ ফের অজি ক্রিকেটারের দখলে। ২০১৩ আইপিএলে এই খেতাব জেতেন মাইকেল হাসি। চেন্নাই সুপার কিংসের হয়ে ৭৩৩ রান করেছিলেন। (ছবি:টুইটার)

এরপর অরেঞ্জ ক্য়াপ ফের অজি ক্রিকেটারের দখলে। ২০১৩ আইপিএলে এই খেতাব জেতেন মাইকেল হাসি। চেন্নাই সুপার কিংসের হয়ে ৭৩৩ রান করেছিলেন। (ছবি:টুইটার)

পরের বছর ভারতীয় ক্রিকেটারের দখলে অরেঞ্জ ক্য়াপ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬৬০ রান করে ২০১৪ আইপিএলের অরেঞ্জ ক্য়াপ জেতেন রবীন উথাপ্পা। (ছবি:টুইটার)

পরের বছর ভারতীয় ক্রিকেটারের দখলে অরেঞ্জ ক্য়াপ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬৬০ রান করে ২০১৪ আইপিএলের অরেঞ্জ ক্য়াপ জেতেন রবীন উথাপ্পা। (ছবি:টুইটার)

আইপিএলের ইতিহাসে সর্বাধিক তিন বার এই খেতাব জিতেছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। ২০১৫ সালে ৫৬২, ২০১৭ সালে ৬৪১ এবং ২০১৯ সালে ৬৯২ রান। তিন বারই সানরাইজার্সের হয়ে অরেঞ্জ ক্য়াপ জেতেন ওয়ার্নার। (ছবি:টুইটার)

আইপিএলের ইতিহাসে সর্বাধিক তিন বার এই খেতাব জিতেছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। ২০১৫ সালে ৫৬২, ২০১৭ সালে ৬৪১ এবং ২০১৯ সালে ৬৯২ রান। তিন বারই সানরাইজার্সের হয়ে অরেঞ্জ ক্য়াপ জেতেন ওয়ার্নার। (ছবি:টুইটার)

ওয়ার্নারের দাপটের মাঝে ২০১৬ আইপিএল ছিল বিরাট কোহলি। টুর্নামেন্টে ৯৭৩ রান করেছিলেন বিরাট। সেই রেকর্ড আজও অক্ষত। (ছবি:টুইটার)

ওয়ার্নারের দাপটের মাঝে ২০১৬ আইপিএল ছিল বিরাট কোহলি। টুর্নামেন্টে ৯৭৩ রান করেছিলেন বিরাট। সেই রেকর্ড আজও অক্ষত। (ছবি:টুইটার)

সানরাইজার্সের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন ২০১৮ সালে ৭৩৫ রান করে অরেঞ্জ ক্য়াপ জিতেছিলেন। (ছবি:টুইটার)

সানরাইজার্সের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন ২০১৮ সালে ৭৩৫ রান করে অরেঞ্জ ক্য়াপ জিতেছিলেন। (ছবি:টুইটার)

কয়েক বছর আগে অর্থাৎ ২০২০ সালে পঞ্জাব কিংসের হয়ে ৬৭০ রান করে অরেঞ্জ ক্য়াপ জিতেছিলেন লোকেশ রাহুল। যদিও জাতীয় দলের হয়ে এখন তাঁর পারফরম্য়ান্স নিয়ে প্রবল সমালোচনা চলছে। (ছবি:টুইটার)

কয়েক বছর আগে অর্থাৎ ২০২০ সালে পঞ্জাব কিংসের হয়ে ৬৭০ রান করে অরেঞ্জ ক্য়াপ জিতেছিলেন লোকেশ রাহুল। যদিও জাতীয় দলের হয়ে এখন তাঁর পারফরম্য়ান্স নিয়ে প্রবল সমালোচনা চলছে। (ছবি:টুইটার)

টানা দ্বিতীয় বার এই পুরস্কার জেতেন ভারতীয় ব্য়াটার। ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ৬৩৫ রান করে অরেঞ্জ ক্য়াপ জিতেছিলেন। (ছবি:টুইটার)

টানা দ্বিতীয় বার এই পুরস্কার জেতেন ভারতীয় ব্য়াটার। ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ৬৩৫ রান করে অরেঞ্জ ক্য়াপ জিতেছিলেন। (ছবি:টুইটার)

গত আইপিএল, অর্থাৎ ২০২২ সংস্করণে এই পুরস্কার জেতেন বর্তমান ইংল্য়ান্ডের হোয়াইট বল ক্য়াপ্টেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে মোট ৮৬৩ রান করেছিলেন তিনি। (ছবি:টুইটার)

গত আইপিএল, অর্থাৎ ২০২২ সংস্করণে এই পুরস্কার জেতেন বর্তমান ইংল্য়ান্ডের হোয়াইট বল ক্য়াপ্টেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে মোট ৮৬৩ রান করেছিলেন তিনি। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply