IPL Orange Cap: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরও একটা সংস্করণ আসছে। চার-ছক্কার বন্য়া দেখা যাবে। কেউ বা ব্য়াট হাতে নায়ক হয়ে উঠবেন! অনেকেই ফ্লপ করবেন। প্রতি সংস্করণেই আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী জিতে থাকেন অরেঞ্জ ক্য়াপ। ২০০৮-এর উদ্বোধনী আইপিএল থেকে এখনও পর্যন্ত কারা এই পুরস্কার জিতেছেন, মনে পড়ে?
Mar 01, 2023 | 7:00 AM