WPL 2023: ব্যাটিং লাইন আপ পাওয়ারফুল, বোলিং ভোগাতে পারে দিল্লিকে…


Women’s Premier League: দিল্লি শিবিরে এক্স ফ্য়াক্টর হয়ে দাঁড়াতে পারেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য় তিতাস সাধু। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে তাঁর স্পেলই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। তবে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা না থাকা, কিছুটা হলেও ভোগাতে পারে।

অনুশীলনে লেগ স্পিনার পুনম যাদব ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী পেসার তিতাস সাধু।

Image Credit source: twitter

কলকাতা: এখনও অবধি এক বারও আইপিএল জিততে পারেনি দিল্লি। নাম, মালিকানা বদল হয়েছে। তারপরও ভাগ্য় বদল হয়নি। ফাইনাল অবধি পৌঁছেছিল দিল্লি ক্য়াপিটালস। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগের সৌজন্য়ে ভাগ্য় বদলাবে? ৪ মার্চ শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। পাঁচ দলের এই ফ্র্য়াঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে দিল্লি ক্য়াপিটালসকেও। উদ্বোধনী মরসুমেই দাগ কাটতে প্রস্তুত। কিন্তু যথেষ্ঠ রসদ মজুদ রয়েছে কি? স্কোয়াড দেখে অবশ্য় ভবিষ্যদ্বাণী করা কঠিন। একটা ধারনা অন্তত করা যায়। তেমনই দিল্লির স্কোয়াড দেখে বলা যায়, বর্তমানের চেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাই যেন গড়েছে তারা। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে। দিল্লি ক্য়াপিটালসের স্কোয়াড বিশ্লেষণে TV9Bangla

সর্বাধিক ১৮ সদস্য়ের দল গড়া যেত। দিল্লি ক্য়াপিটালস তাই গড়েছে। কিছু ক্ষেত্রে মনে হয়েছে, অতিরিক্ত দরে প্লেয়ার নিয়েছে তারা। দিল্লি ক্য়াপিটালসের মূল শক্তি তাদের ব্য়াটিং। মেয়েদের মিনি আইপিএল থেকেই মূলত নজর কেড়েছিলেন শেফালি ভার্মা। এখন ভারতীয় সিনিয়র দলের গুরুত্বপূর্ণ সদস্য়। তিন ফরম্য়াটেই নিজের জায়গা পাকা করেছেন। তেমনই রয়েছেন আর এক ব্য়াটার জেমাইমা রডরিগজ। টপ অর্ডারে এই দুই ব্য়াটার থাকা যে কোনও দলের জন্য ভালো দিক। কিন্তু সমস্য়াও রয়েছে। শেফালির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকেই। ক্রিজে টিকে গেলে তাঁকে রোখা মুশকিল। কিন্তু প্রথম বল থেকেই চালাতে গিয়ে অনেক সময়ই উইকেটও খোঁয়াতে হয়। জেমাইমার যেমন জাতীয় দলে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে, তেমনই বিভিন্ন ফ্র্য়াঞ্চাইজি লিগেও। যা হয়তো উইমেন্স প্রিমিয়ার লিগেও কাজে লাগবে। দিল্লি দলের মূল সম্পদ মেগ ল্য়ানিং। অস্ট্রেলিয়ার অধিনায়ক। সদ্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অজিরা। কেরিয়ারের পঞ্চম আইসিসি ট্রফি জিতে নজির গড়েছেন অধিনায়ক ল্য়ানিং। মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মারিজানে কাপ, অ্যালিস ক্য়াপসি রয়েছেন।

দিল্লির দুর্বলতা হতে পারে বোলিং আক্রমণ। বোলিংয়ে অভিজ্ঞতা কম। ভারতের মাটিতে টুর্নামেন্টে। বোলারদের হাতেই সাফল্য়ের চাবি থাকবে বলে মনে করা হচ্ছে। সেখানে একটু হলেও পিছিয়ে দিল্লি। তাদের বোলিং অনেকটাই নির্ভর করবে বাঁ হাতি স্পিনার রাধা যাদব এবং অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার শিখা পান্ডের উপর। তবে দিল্লি শিবিরে এক্স ফ্য়াক্টর হয়ে দাঁড়াতে পারেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য় তিতাস সাধু। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে তাঁর স্পেলই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। তবে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা না থাকা, কিছুটা হলেও ভোগাতে পারে।

ইউপি ওয়ারিয়র্স স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং, শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল

Leave a Reply