নাচের ছন্দে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন কিয়ারা আদবানি (Kiara Advani), কৃতি স্যাননের মতো প্রথম সারির নায়িকা। গানে গানে মঞ্চে আলোড়ন তুলবেন এপি ধিলোঁ।
Image Credit source: Twitter
মুম্বই: ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে মেয়েদের প্রিমিয়র লিগের (WPL) প্রথম সংস্করণ। আইপিএলের মতো ডব্লিউপিএলকে আকর্ষণীয় করতে কসুর রাখছে না বিসিসিআই। ঝাঁ চকচকে ওপেনিং সেরিমনির আয়োজন করেছে বোর্ড। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ডব্লিউপিএলের উদ্বোধন মাতিয়ে দেবেন বলিউডের নামীদামি মুখগুলি। নাচের ছন্দে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন কিয়ারা আদবানি (Kiara Advani), কৃতি স্যাননের মতো প্রথম সারির নায়িকা। গানে গানে মঞ্চে আলোড়ন তুলবেন এপি ধিলোঁ। মঞ্চে সেদিন মেয়েদের আইপিএলের অ্যান্থেম গাইতে পারেন এপি ধিঁলো। গানটি তিনিই লিখেছেন। গানটির আনুষ্ঠানিক রিলিজও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে হতে পারে। বিস্তারিত TV9 Bangla-য়।
মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ খেলা হবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। টুর্নামেন্ট শুরু হচ্ছে ৪ মার্চ। চলবে ২৬ মার্চ পর্যন্ত। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ডব্লিউপিএলের প্রথম বল গড়ানোর আগে নাচে গানে মঞ্চ মাতিয়ে দিতে প্রস্তুত কিয়ারা,কৃতিরা। কিয়ারা তাঁর বেশ কিছু হিট গানের তালে কোমর দোলাবেন। কৃতিও ‘পরম সুন্দরী’তে উদ্বোধনের মঞ্চে ‘আগুন’ জ্বালাতে প্রস্তুত। মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণ মুম্বইয়ের বাইরে আরও কোথাও খেলা হবে না। ডি ওয়াই পাটিল ও ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ খেলা হবে। ২৩ দিন ধরে লিগ রাউন্ডের ২০টি ম্যাচ খেলা হবে। এছাড়া রয়েছে এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ। বেশ কয়েকটি ডাবল হেডার ম্যাচ রয়েছে। অর্থাৎ একদিনে দুটো ম্যাচ খেলা হবে।
আইপিএলের মতোই ম্যাচগুলি দুপুর সাড়ে তিনটে ও সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। লিগ স্টেজের শেষ ম্যাচ ইউপি ওয়ারিয়র্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। ফাইনাল ম্যাচ ২৬ মার্চ।