GG vs MI Live Score, WPL 2023 : শুরু উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চে বলিউড তারকা কিয়ারা


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Mar 04, 2023 | 6:38 PM

Gujarat Giants vs Mumbai Indians Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।

GG vs MI Live Score, WPL 2023 : শুরু উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চে বলিউড তারকা কিয়ারা

Image Credit source: OWN Photograph

LIVE Cricket Score & Updates

  • 04 Mar 2023 06:36 PM (IST)

    ডি-ডে

    TV9Bangla-র লাইভ আপডেটে সকলকে স্বাগত। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু উদ্বোধনী অনুষ্ঠান। এর পর ৭.৩০ টায় টস। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই: ভারতীয় ক্রিকেটে বড় দিন। আজ শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। দীর্ঘ সময় ধরেই মেয়েদের আইপিএলের পরিকল্পনা ছিল ভারতীয় বোর্ডের। অবশেষে দিনের আলো দেখতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও থাকছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দিন অবশ্য সূচিতে কিছুটা বদল করতে হয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধে ৭.৩০টায়। যদিও প্রথম ম্যাচটি আধঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচ শুরু হবে রাত ৮টায়, টস সন্ধে ৭.৩০টায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হওয়ায় এই ম্য়াচ ঘিরে বাড়তি আগ্রহ। উদ্বোধনী মরসুমে সব ম্যাচই হবে মুম্বইয়ের দুটি ভেনুতে। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচটি ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। সূচি অনুযায়ী এটি গুজরাট জায়ান্টসের হোম ম্যাচ। তবে মুম্বইয়ে খেলা হওয়ায়, হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থনই যে বেশি থাকবে, এমনটাই প্রত্য়াশিত। ম্য়াচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

Published On – Mar 04,2023 6:30 PM

Leave a Reply