ISL 2022-23: শাস্তির মুখে কেরল, ‘বিতর্কিত’ গোলের প্রতিক্রিয়া সুনীলের


Bengaluru FC vs Kerala Blasters: রেফারি গোলের সিদ্ধান্ত দিতেই মাঠ ছাড়েন কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা। প্রথমে রেফারির সঙ্গে তর্কাতর্কির পর মাঠ ছাড়েন আদ্রিয়ান লুনা, লেস্কোভিচরা। কেরল মাঝপথে মাঠ ছাড়ায় বেঙ্গালুরুকে জয়ী ঘোষণা করা হয়। আইএসএলের সেমিফাইনালে পৌঁছে যান সুনীলরা। প্রশ্ন হচ্ছে, সুনীল ছেত্রীর গোলটি কি আদৌ ন্যায্য? রেফারি কি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন? ম্যাচ কমিশনারের রিপোর্টে পুরো ঘটনাটিই উল্লেখ থাকবে।

ISL 2022-23: শাস্তির মুখে কেরল, ‘বিতর্কিত’ গোলের প্রতিক্রিয়া সুনীলের

কলকাতা: কে ঠিক? কে ভুল? শুক্রবার রাতের পর দু’ভাগ ভারতীয় ফুটবল। সুনীল ছেত্রীর (Sunil Chhetri) একটি গোল আর তাকে কেন্দ্র করে বিতর্কের ঝড়। আইএসএলের প্লে অফে ওয়াক আউট কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়ে কেরালা। কোচ ইভান ভুকোমানোভিচের এক ডাকেই মাঠ ছেড়ে বেরিয়ে যান কেরলের ফুটবলাররা। ঘটনার সূত্রপাত খেলার ৯৫ মিনিটে। বক্সের অনেকটা বাইরে বেঙ্গালুরু এফসির ফুটবলার সুনীল ছেত্রীকে ফাউল করেন কেরলের ভিবিন মোহানন। বেঙ্গালুরুর (Bengaluru FC ) পক্ষে রেফারি ফাউল দিতেই, বল বসিয়ে সঙ্গে সঙ্গে গোলে শট নেন সুনীল ছেত্রী। রেফারির বাঁশির জন্য অপেক্ষা করেননি। কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা ততক্ষণে তৈরি নয়। তার মধ্যেই গোলে শট নেন সুনীল। আর সেটাকে গোল দেন রেফারি। এরপরই শুরু বিতর্ক। TV9Banglaর এই প্রতিবেদনে।

রেফারি গোলের সিদ্ধান্ত দিতেই মাঠ ছাড়েন কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা। প্রথমে রেফারির সঙ্গে তর্কাতর্কির পর মাঠ ছাড়েন আদ্রিয়ান লুনা, লেস্কোভিচরা। কেরল মাঝপথে মাঠ ছাড়ায় বেঙ্গালুরুকে জয়ী ঘোষণা করা হয়। আইএসএলের সেমিফাইনালে পৌঁছে যান সুনীলরা। প্রশ্ন হচ্ছে, সুনীল ছেত্রীর গোলটি কি আদৌ ন্যায্য? রেফারি কি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন? ম্যাচ কমিশনারের রিপোর্টে পুরো ঘটনাটিই উল্লেখ থাকবে।

ফাউলের পর যদি রেফারি মাঠে স্প্রে ব্যবহার করেন, তা হলে ওয়াল বসানোর জন্য অবশ্যই সময় দিতে হবে। সেক্ষেত্রে কিক নেওয়ার আগে রেফারির বাঁশির জন্য অপেক্ষা করতে হবে ফুটবলারকে। তবে রেফারি সেটা না করে থাকলে, ফুটবলার ওই পজিশন থেকে খেলা কুইক রিস্টার্ট করতে পারে। রেফারির বাঁশির জন্য ফুটবলারকে অপেক্ষা করতে হবে না। সেক্ষেত্রে গোলটি অবশ্যই ন্যায্য। ম্যাচের ওই মুহূর্তে ঠিক কী হয়েছিল, তা অবশ্য টিভিতে স্পষ্ট দেখা যায়নি। তবে কমিশনারের রিপোর্টে তা অবশ্যই উল্লেখ থাকবে।

কেরালা ব্লাস্টার্সের ওয়াক আউটে অবাক সুনীল ছেত্রী। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি এখনও বুঝতে পারছি না ঠিক কী হয়েছে। তবে ২২ বছরের ফুটবল জীবনে এমন ঘটনা আগে দেখিনি। পজিটিভ না নেগেটিভ, তা নিয়ে মন্তব্য করতে চাই না। আমরা সেমিফাইনালে ওঠায় অবশ্যই খুশি। তবে ফ্রি-কিক নেওয়ার আগে আমি সবসময়ই রেফারিকে জিজ্ঞাসা করে নিই। কারণ তার অনুমতি না মিললে কখনই খেলা শুরু করা যায় না।’

আইএসএলে ওয়াক আউটের জেরে বড়সড় শাস্তির মুখে পড়তে পারে কেরালা ব্লাস্টার্স। নিষেধাজ্ঞার কবলেও পড়তে পারে কেরল। শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পরই তা বোঝা যাবে। একই সঙ্গে বড় অঙ্কের আর্থিক জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘটনা ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, ভারতীয় ফুটবলে সুনীলের ‘বিতর্কিত’ গোলের রেশ এখনও কাটেনি। একটা অংশ মনে করছে, সুনীল যা করেছে তা খেলারই অঙ্গ। অন্য একটা অংশ মনে করছে, রেফারির ভুলের খেসারত দিতে হয়েছে কেরালা ব্লাস্টার্সকে। একই সঙ্গে সুনীল ছেত্রীর ‘ফেয়ার প্লে’ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কেরলের ওয়াক আউটে এফএসডিএল পরবর্তীতে কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই তাকিয়ে ফুটবলমহল।

Leave a Reply