Suresh Raina: চেন্নাই সুপার কিংসে রায়নার পরিসংখ্যান খুবই ভালো। দলের জন্য অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। তাঁর ফিল্ডিং যে কোনও দলের সম্পদ।
Image Credit source: twitter
নয়াদিল্লি: চলতি মাসের শেষের দিকে শুরু হতে চলেছে আইপিএল (IPL: Indian Premier League)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এটি। এই লিগে জনপ্রিয় দলগুলির মধ্যে একটি হল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল দলও। মহেন্দ্র সিং ধোনি খেলছেন। রায়নার মতো ক্রিকেটার খেলেছেন এই দলে। বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংসের প্রস্তুতিতে যোগ দিয়েছেন। অন্য দিকে, আর এক দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের প্রাক্তন বাঁহাতি ব্যাটার সুরেশ রায়না (Suresh Raina)। তবে আইপিএলে নয়। একটি অন্য লিগে।একদিকে মাহি যখন সিএসকে শিবিরে ঘাম ঝরাচ্ছেন , অন্য দিকে রায়না পৌঁছে গিয়েছেন কাতারে। আগামী ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্স। সেই টুর্নামেন্টে ইন্ডিয়া মহারাজা দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সুরেশ রায়না। বিস্তারিত জানুন TV9 Bangla র এই প্রতিবেদনে।
এক সময়, ধোনি এবং রায়নার জুটি চেন্নাই সুপার কিংসের অন্যতম শক্তি ছিল। কিন্তু গত আইপিএলে, অবিক্রিত ছিলেন রায়না।তারপর থেকেই তাঁদের এই জুটি ভেঙে যায়। একদিকে রায়না যখন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন, ধোনি এখনও চেন্নাইয়ের অধিনায়ক। সুরেশ রায়নার পরিসংখ্যান কারও অজানা নয়। নিজের টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন তিনি। এমনকি প্রথম ভারতীয় হিসেবে বিদেশের মাটিতে তিন ফরম্যাটেই সেঞ্চুরির নজিরও রয়েছে তাঁর। এলএলসি মাস্টার্সের সঙ্গে সংযুক্তি নিয়ে রায়না বলেন, “এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি উদগ্রীব। ভারতের হয়ে আবার প্রতিনিধিত্ব করতে পারব ভেবে খুবই আনন্দ হচ্ছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় আনন্দের। এ বার আমরা দেশে ট্রফি আনার চেষ্টা করব।”
চেন্নাই সুপার কিংসে রায়নার পরিসংখ্যান খুবই ভালো। দলের জন্য অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। তাঁর ফিল্ডিং যে কোনও দলের সম্পদ। এ বার লেজেন্ডস লিগে নতুন দায়িত্বে কতটা সফল হতে পারবেন, সেটাই দর্শনীয়। ভারতের হয়ে ২২৬ টি ওডিআই খেলেছেন রায়না। ৫৬১৫ রানের এই কেরিয়ারে তাঁর সংগ্রহে রয়েছে ৩৬টি হাফসেঞ্চুরি ও ৫টি সেঞ্চুরি। এমনকি টি২০ ক্রিকেটে সেঞ্চুরি করার নজিরও গড়েছেন তিনি।