Mumbai Indians vs Royal Challengers Bangalore Live Streaming: শুরু হয়ে গিয়েছে ডব্লিউপিএল। সোমবার, টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স এবং স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Image Credit source: Graphics – TV9Bangla
মুম্বই: অপেক্ষার অবসান হয়েছে। বহুপ্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম সংস্করণের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। চলতি ডব্লিউপিএলে (WPL) মুম্বই এবং আরসিবির দ্বিতীয় ম্যাচ রয়েছে আগামী কাল, সোমবার ৬ মার্চ। স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এ বারের মেয়েদের আইপিএল যাত্রা শুরু করেছে হার দিয়ে। মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসের কাছে ৬০ রানে হেরেছে আরসিবি। প্রায় পুরো মার্চ মাস ধরেই চলবে মেয়েদের আইপিএল। WPL-এর উদ্বোধনী সংস্করণে অংশ নিয়েছে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন মেয়েদের আইপিএলের প্রথম সংস্করণের তৃতীয় দিনের ম্যাচ।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কবে হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি (৬ মার্চ) আগামী কাল, সোমবার হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কোথায় হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা।
রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, এলিস পেরি, রেনুকা সিং, রিচা ঘোষ, এরিন বার্নস, দিশা কাসত, ইন্দ্রানী রায়, শ্রেয়াঙ্কা পাটিল, কনিকা আহুজা, আশা শোভানা, হেদার নাইট, ডেন ভ্য়ান নিকার্ক, প্রীতি বোস, পুনম খেমনার, কোমল জানজাদ, মেগান শুট, সাহানা পওয়ার।