Kieron Pollard: পিএসএলে পোলার্ড ঝড়, রেকর্ড গড়েও দলকে জেতাতে পারলেন না


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 05, 2023 | 4:24 PM

T20 Record: ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড চলতি পিএসএলে মুলতানস সুলতানসের হয়ে খেলছেন। লাহোর কালান্দার্সের বিরুদ্ধে পিএসএলের এক ম্যাচে রেকর্ড গড়েছেন পোলার্ড। তা সত্ত্বেও দলকে জেতাতে পারেননি তিনি। কী রেকর্ড গড়েছেন ক্যারিবিয়ান তারকা?

Mar 05, 2023 | 4:24 PM

ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড (Kieron Pollard) চলতি পাকিস্তান সুপার লিগে (PSL) মুলতানস সুলতানসের (Multan Sultans) হয়ে খেলছেন। (ছবি-টুইটার)

ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড (Kieron Pollard) চলতি পাকিস্তান সুপার লিগে (PSL) মুলতানস সুলতানসের (Multan Sultans) হয়ে খেলছেন। (ছবি-টুইটার)

লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) বিরুদ্ধে পিএসএলের এক ম্যাচে রেকর্ড গড়েছেন পোলার্ড। টি-২০ ক্রিকেটে ১২ হাজার রান করা তৃতীয় ব্যাটার এখন পোলার্ড। (ছবি-টুইটার)

লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) বিরুদ্ধে পিএসএলের এক ম্যাচে রেকর্ড গড়েছেন পোলার্ড। টি-২০ ক্রিকেটে ১২ হাজার রান করা তৃতীয় ব্যাটার এখন পোলার্ড। (ছবি-টুইটার)

টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রানের রেকর্ড গড়ার দিন পিএসএলে নিজের দলকে জেতাতে পারেননি কায়রন পোলার্ড। (ছবি-টুইটার)

টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রানের রেকর্ড গড়ার দিন পিএসএলে নিজের দলকে জেতাতে পারেননি কায়রন পোলার্ড। (ছবি-টুইটার)

মুলতানস সুলতানস বনাম লাহোর কালান্দার্স ম্যাচের আগে টি-২০ ক্রিকেটে ১২ হাজার রান থেকে ১৬ রান দূরে ছিলেন কায়রন পোলার্ড। (ছবি-টুইটার)

মুলতানস সুলতানস বনাম লাহোর কালান্দার্স ম্যাচের আগে টি-২০ ক্রিকেটে ১২ হাজার রান থেকে ১৬ রান দূরে ছিলেন কায়রন পোলার্ড। (ছবি-টুইটার)

পিএসএলে লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ম্যাচে ২৮ বলে ৩৯ রান করেন পোলার্ড। তার মধ্যে রয়েছে ২টি চার ও ৩টি ছয়। (ছবি-টুইটার)

পিএসএলে লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ম্যাচে ২৮ বলে ৩৯ রান করেন পোলার্ড। তার মধ্যে রয়েছে ২টি চার ও ৩টি ছয়। (ছবি-টুইটার)

টি-২০ ক্রিকেটে ১২ হাজার রান করার তালিকায় পোলার্ডের আগে রয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল ও পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। (ছবি-টুইটার)

টি-২০ ক্রিকেটে ১২ হাজার রান করার তালিকায় পোলার্ডের আগে রয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল ও পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। (ছবি-টুইটার)

৬০০-র বেশি টি-২০ ম্যাচে খেলা একমাত্র ক্রিকেটার হলেন কায়রন পোলার্ড। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে পোলার্ডের নামের পাশে রয়েছে ৩০০টিরও বেশি উইকেট। (ছবি-টুইটার)

৬০০-র বেশি টি-২০ ম্যাচে খেলা একমাত্র ক্রিকেটার হলেন কায়রন পোলার্ড। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে পোলার্ডের নামের পাশে রয়েছে ৩০০টিরও বেশি উইকেট। (ছবি-টুইটার)

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন কায়রন পোলার্ড। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তাঁর ব্যাটে এসেছে ৮০০টি ছয়। এই তালিকার শীর্ষে রয়েছেন ইউনিভার্সাল বস। ক্রিস গেইলের ব্যাটে টি-২০ ক্রিকেট রয়েছে ১০৫৬ টি ছয়। (ছবি-টুইটার)

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন কায়রন পোলার্ড। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তাঁর ব্যাটে এসেছে ৮০০টি ছয়। এই তালিকার শীর্ষে রয়েছেন ইউনিভার্সাল বস। ক্রিস গেইলের ব্যাটে টি-২০ ক্রিকেট রয়েছে ১০৫৬ টি ছয়। (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply