Women’s Premier League 2023: চলতি ডব্লিউপিএলের ৫টি দলের সফর শুরু হয়ে গিয়েছে। একমাত্র গুজরাট জায়ান্টস এখনও অবধি দু’টি ম্যাচে খেলেছে।
Image Credit source: WPL Twitter
কলকাতা: হইহই করে শুরু হয়ে গিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) প্রথম সংস্করণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন আইপিএলপ্রেমীরা যেমন বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে, তেমনই এ বার থেকে উইমেন্স প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট ভক্তরা চোখ রাখবে ডব্লিউপিএলের পয়েন্ট টেবলে। WPL এর উদ্বোধনী সংস্করণে পাঁচটি দল খেলছে। প্রত্যেক ম্যাচে জয়ী দল পায় ২ পয়েন্ট। পাঁচটি দলের মধ্য়ে গ্রুপের খেলার শেষে একেবারে শীর্ষে থাকা দল সরাসরি টুর্নামেন্টের ফাইনালে যোগ্য়তা অর্জন করবে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে আরও একটি ম্যাচ হবে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে যাবে। আজ, সোমবার, ৬ মার্চ সপ্তাহের প্রথম দিন রয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স ও স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। সেই ম্যাচের আগে TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এখনও অবধি হওয়া ডব্লিউপিএলের ৩টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…
- এখনও অবধি উইমেন্স প্রিমিয়ার লিগে যে ৩টি ম্যাচ হয়েছে তার পর পয়েন্ট টেবলের শীর্ষস্থানে রয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। MI-এর নেট রান রেট +৭.১৫০।
- মেয়েদের আইপিএলের লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +৩.০০০।
- উইমেন্স প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স। তাদের নেট রান রেট +০.৩৭৪।
- ডব্লিউপিএলের পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে রয়েছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -৩.০০০। আজ হ্যারির মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির। এই ম্যাচ জিতে স্মৃতিরা ২ পয়েন্ট পান কিনা সেদিকেই নজর থাকবে।
- WPL-এ এখনও অবধি জোড়া ম্যাচে খেলেছে বেথ মুনির গুজরাট জায়ান্টস। দু’টি ম্যাচেই হারের মুখ দেখেছে গুজরাট। ফলে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে তারা গুজরাটের নেট রান রেট -৩.৭৬৫।