WPL, RCB: আরসিবির বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে ৬০ রানের দুরন্ত জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। পাশাপাশি ওই ম্যাচে গ্যালারিতে থাকা দর্শকদের মন জয় করে নিয়েছেন জেমাইমা।
Image Credit source: Twitter
মুম্বই: যখনই মাঠে নামেন ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ (Jemimah Rodrigues) ক্রিকেট প্রেমীদের মন জয় করে নেন। উইমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চেও তেমনটাই দেখা গেল। দিল্লি ক্যাপিটালসের হয়ে এ বারের ডব্লিউপিএলে (WPL) খেলছেন জেমাইমা। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের দ্বিতীয় ম্যাচে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ম্যাচ ছিল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসর (Delhi Capitals)। সেই ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৬০ রানের দুরন্ত জয় পেয়েছে দিল্লি। পাশাপাশি ওই ম্যাচে গ্যালারিতে থাকা দর্শকদের মন জয় করে নিয়েছেন জেমি। সোশ্যাল মিডিয়ায় এখন জেমাইমার দর্শকদের সঙ্গে ড্রিংকস শেয়ার করার ভিডিয়ো ভাইরাল। তার সঙ্গে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে জেমাইমার ভাঙড়া নাচের ভিডিয়ো। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…