ধার্মিক বিরাটের জীব প্রেম, মহাকাল দর্শনের পর পেলেন নতুন বন্ধু


স্ত্রী, মেয়েকে নিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত তিন থেকে চারটে আশ্রম ও মন্দির দর্শন করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে।

কলকাতা: মাঠে আগের মতো আগ্রাসন দেখা যায় না তাঁর। ব্যাটেও না, চেহারাতেও না। বরং সময় পেলেই দেশের বিভিন্ন জায়গার প্রসিদ্ধ আশ্রম, মন্দির দর্শনে যাচ্ছেন, ভক্তিভরে পুজো দিচ্ছেন। একসময় মন্দির, পুজো পার্বন এড়িয়ে চলতেন। সেই বিরাটের (Virat Kohli) আমূল পরিবর্তন। স্ত্রী, মেয়েকে নিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত তিন থেকে চারটে আশ্রম ও মন্দির দর্শনে দেখা গিয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট খেলা হয়েছে ইন্দোরে। টেস্ট শেষ হলেও ইন্দোর থেকে ফেরেননি বিরাট। অনুষ্কা শর্মাকে নিয়ে চলে গিয়েছিলেন উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakal Temple)। আর পাঁচটা ভক্তের মতোই মন্দিরের দরজার সামনে হাত জোড় করে বসে পুজো দিয়েছেন স্বামী-স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল ছবি, ভিডিয়ো। মন্দির দর্শনের পরও মুম্বইয়ে ফেরেননি বিরাট। বোঝা গেল ইনস্টাগ্রামে নতুন ছবি দেখে। পথেই পেলেন নতুন বন্ধুকে।

বিরাট ও অনুষ্কা পশুপ্রেমী হিসেবে পরিচিত। বিরাটের ইনস্টা পোস্টে দেখা গেল, একটি পথ কুকুরকে কোলে নিয়ে মন্দিরের সিঁড়িতে বসে রয়েছেন তিনি।ক্যাপশনে লেখা ওঁ শব্দটি। দেশের প্রাক্তন অধিনায়ক একজন প্রকৃত ডগ লাভার। তিনি ১৫টি পথ চলতি কুকুর দত্তক নিয়েছেন এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করেছেন। তাঁর প্রথম পোষ্য ছিল একটি পোমেরানিয়ান। তার পর, বিরাটের রিকো নামে একটি সোনালি রংয়ের ল্যাব্রাডর রিট্রিভার ছিল। ব্রুনো নামে তাঁর একটি বিগল ছিল কোহলির ওয়ার্কআউট সঙ্গী। দুর্ভাগ্যবশত, ভিকের প্রিয় সঙ্গী ব্রুনো ১১ বছর বয়সে মারা যায়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলা হয়েছে ইন্দোরে। টেস্ট শেষ হলেও ইন্দোর থেকে ফেরেননি বিরাট। অনুষ্কা শর্মাকে নিয়ে চলে গিয়েছিলেন উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে। আর পাঁচটা ভক্তের মতোই মন্দিরের দরজার সামনে হাত জোড় করে বসে পুজো দিয়েছেন স্বামী-স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল ছবি, ভিডিয়ো। মন্দির দর্শনের পরও মুম্বইয়ে ফেরেননি বিরাট। ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন।

আগ্রাসী বিরাটের এই নতুন রূপ বেশ পছন্দ অনুরাগীদের। পোস্টের নীচে নানারকমের মন্তব্য। কারও কারও সারমেয়টির উপর হিংসে হয়েছে। সব মিলিয়ে ক্রিকেট ও সংসারের পাশাপাশি ৩৪ বছরের কোহলির ধর্মে-কর্মে মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিরাট প্রত্যাশা থাকলেও বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম তিনটি ম্যাচে কোহলি ব্যাটে আহামরি রান আসেনি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে হলে শেষ টেস্ট জিততেই হবে ভারতকে। শেষ টেস্টে কোহলির মতো তারকা ব্যাটারের ব্যাটে বড় রান দেখতে চান অনুরাগীরা।



Leave a Reply